পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ভেঙ্গে গেল ভক্তির হাল, ছিড়ে পড়’ল শ্রদ্ধার পাল, নৌকা হ’ল বান চাল, বল কি উপায় করি ॥ উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গেতে দিয়ে সাতার, দুর্গা নামের ভেলা ধরি ॥ মুলতান—একতাল । তারা, কোন অপরাধে, এ দীর্ঘ মেয়াদে, সংসার-গারদে থাকি বল । পশিল ছয় দূত, তশীল করে কত, দারা-মৃত পায়ের শৃঙ্খল ৷ দিয়ে মায়া-বেড়ী পদে, ফেলেছ বিপদে, সম্পদে হারালেম মোক্ষ-ফল । এবার হ’লনা সাধনা, ওমা শবাসনা, ংসার-বাসন প্রবল | প্রাতঃকালে উঠি, কতই যে মা খাটি, ছুটাছুটি করি ভূমণ্ডল । হ’য়ে অর্থ অভিলাষী, আনন্দেতে ভাসি, সৰ্ব্বনাশি জানিস কত ছল ॥ আনি ভূমণ্ডলে, . কতই দুঃখ দিলে, নীলাম্বরের জ্বলে দুঃখানল । আর বঁাচিতে সাধ নাই, বাসনা সদাই, ফণী ধ’রে খাই হলাহল ॥ br々