পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরুণ। ভুটিয়াগের দেবমন্দির। স্বাক্ষীটি দোতাল, নীচে ਾਂ থাকেন ; উপরে পুরোহিতের বাস করেন । इंक । দেবগৃহের স্বারে ঢোলকের মত ওহুটাে কি ? বরুণ। চক্র। চক্রে মন্ত্র লেখা কাছে। চক্ৰ যত ঘোরে তত পাপ ক্ষয় হয়। চেয়ে দেথ-গুহ মধ্যে মাটিতে মহাকাশ ও মুহাকালীর মুক্তি রহিয়াছে। পুজার সম্বর বাজন বাজে। পুরোহিতকে লামা কছে। লামার বিবাহ করেন, কিন্তু মদ ও মাংস খায়। ভুটিয়ার নিজে পুঞ্জ দিতে আসে না, পূজার টাকা লামাকে দেয়, লামকিনে বেচে পূজা করে। : : ఫోషే. - উপ। বরুণ কাকা, লামারা বে করে না, তবে খোকা লামা, জন্মায় কেমন করে ? : ইহার পর দেবগণ বোটানিকেল গার্ডেন দেখিলেন । এই স্থানে তিনটা কাচের ঘর আছে। ঘরগুলি ফুল ফলে স্থশোভিত। একটি ঘরে একটি ফোয়ার আছে । . . -- ইন্দ্র। বরুণ দেখ এস্থানে দুই একটি কাক দেখা যাইতেছে। । উপ। রাজা কাক । ওদিকে দেখ, একটা শেয়াল রোদে গুয়ে গt - শুকাচে । বরুণ। বৰ্দ্ধমানের রাজা সহর জমকাইবার জন্য এখানে কাক ও শৃগাল আনিয়া ছাড়িয়া দিয়া ছিলেন। । • নারা। ওদিকে দেখা যাইতেছে ও মুন্দর বাড়ীটি কাছার ? বরুণ। বৰ্দ্ধমানের রাজার। - . ব্ৰহ্মা। আহা এই স্থানের কি মুন্দর দৃপ্ত পৰ্ব্বতগাত্র বরফে শ্বেতবর্ণ ধারণ করিয়াছে এবং সেই শ্বেতবর্ণের উপর স্বৰ্য্যরশ্মি পড়িয়া ঝক ঝকৃ করিতেছে। ঐ পৰ্ব্বতের কোলে কোল রক্তবর্ণ মেঘ দেখা দেওয়ায় আহা ! কি সুনীর শোভাই হইয়াছে । . আরও দেখ, ও দিকে পাহাড়ের