পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/১০০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧-૨ দেবগণের মর্ত্যে আগমন কোলে শেখ নাই রৌদ্র দেখা দিতেছে-কেমন মেঘ ও রৌদ্র লুকাচুরি খেলিতেছে । : , , : . বরুণ। পিতামহ সিঞ্চলে যাইবেন? এখান হইতে হাজার ফিট উচ্চে সিঞ্চল আছে। - - - - ব্ৰহ্ম। আর আমার সাধ্য নাই যে এক পা গমন করি। এক্ষণে নীচে নামিব কেমন করে ভাবিতেছি। . ও বরুণ। চলুন আমরা ডাণ্ডি আরোহণে লিঞ্চলে যাই। ইন্দ্র। ডাণ্ডি কি ? - বরুণ । রাজতত্তমনাম । এই সময়ে কয়েক জন ডাণ্ডিওয়াল ডাত্তি ঘাড়ে করিয়া সেইস্থান দিয়া যাইতেছিল দেখিয়া বরুণ ডাকিলেন, " ডাঙিওয়ালা! এদিকে আর আমরা লিঞ্চলে যাইব ।” - ডাণ্ডি দেখিয়া দেবতার হাস্ত করিতে লাগিলেন । পিতামহ কছিলেন, “রাজতত্তানামাই বটে। খোলা চৌকীর মধ্য দিয়া ঐক প্রকাও ডাণ্ডি চালান। যাহা হউক উঠা যাক।” বলিস্থা দেবতারা একে একে উঠিয়. বলিলে ডাণ্ডি ওয়াল ডাণ্ডি ঘাড়ে করিয়া চলিল এবং এক এক বার পাল্লা দিবার জন্ত ছুটতে লাগিল। পিতামহ সভয়ে চীৎকার করিয়া উঠিলেন। . লিঞ্চলে যাইয় দেবতারা আহারাদি করিয়া একটু বিশ্রাম করিলেন এবং তৎপরে ভ্রমণে বাহির হইলে দেবরাজ কছিলেন, “বরুণ সম্মুখে দেখা বাইতেছে কি ?” বরুণ। ঐ স্থানে পূৰ্ব্বে গবর্ণমেণ্টের সেনানিবাস ছিল। কিন্তু এখান, কার লীত সৈন্তদিগের সহ না হওয়ায় এক্ষণে জলাপাহাড়ে বারিক হইয়াছে। " নারী জলাপাহাড় কোথায় ?” : বরুণ। জলাপাহাড় এখান হইতে পাঁচ শত ফুট উচ্চে। এখানে এত