>(t:R দেবগণের মর্ত্যে আগমন উঠিলেন। ট্রণ হুপাছপ শব্দে কয়েকটা ষ্টেশন অতিক্রম করিয়া চুনারে আসিয়া উপস্থিত হইল । ইন্দ্র । এ ষ্টেশনের নাম কি বরুণ ? বরুণ। এ স্থানের নাম চুনার । চুনারের কেল্লা বড় বিখ্যাত। ঐ কেল্লা পাল রাজাদিগের দ্বারা নিৰ্ম্মিত হয়। অনেকের সংস্কার আছে— ভূতে উহা এক রাত্রিতে নিৰ্ম্মাণ করিয়াছে। রাজ-প্রতিনিধি লর্ড হেষ্টিংস বারাণসী হইতে চৈত সিংহের ভয়ে পলাইয়া আসিয়াছিলেন। তিনি যে গৃহে বাস করেন, সে গৃহটাও অদ্যপি বর্তমান আছে। এখানে হিন্দুরাজ+ দিগের বহুকালের পুরাতন রাজবাটী আছে। একটি কুপও দেখিতে পাওয়৷ যায়। উহার পরিধি ১৫ ফিট। চুনারের পাথরবাট ও তামাক বড় বিখ্যাত । ট্রেণ ছাড়িল । ট্রেণ মোগলসরাই প্রভৃতি অতিক্রম করিয়া যুমানিয়া ষ্টেশনে উপস্থিত হইলে । বরুণ কহিলেন, “পিতামহ । এই ষ্টেশন হইতে ১৪ মাইল দূরে গাজিপুর নামক একটি উৎকৃষ্ট স্থান আছে। ঐ স্থানট দেখিবার উপযুক্ত বটে। গাজিপুরের অনেকগুলি উত্তম উত্তম বাজার ও ক্যান্টনমেন্ট আছে এবং ইংরাজ-পটতে অনেক ইংরাজ বাস করিয়৷ থাকে । রাজ প্রতিনিধি কর্ণওয়ালিসের ঐ স্থানে মৃত্যু হয়। র্তাহার প্রস্তরনিৰ্ম্মিত কবর অদ্যাপি বর্তমান আছে ! গাজিপুরে অনেক গোলাপ ফুলের বাগান আছে। লোকে কৌশলে পুষ্প হইতে সুগন্ধ বাহির করিয়া গোলাপ জল ও গোলাপের আতর প্রস্তুত করে । গাজিপুরের দ্যায় গোলাপজল ও আতর পৃথিবীতে কুত্ৰাপি প্রস্তুত হয় না। এখানে চিনির কুঠি আছে।” - মমুষ্যের আলস্ত আছে, বিশ্রাম আছে এবং ক্ষুধাতৃষ্ণ আছে ; কিন্তু বাষ্পীয় শকটের কোন বালাই নাই। সে অবিশ্রান্ত উৰ্দ্ধশ্বাসে ছুটিতে লাগিল এবং কয়েকটা ষ্টেশন পশ্চাতে ফেলিয়া বক্সারে আসিয়া দেখা দিল । ইন্দ্র। বরুণ, এ সুন্দর ষ্টেশনটর নাম কি ?
পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/২৯০
অবয়ব