পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ 'ఫిన(t কিছু দূরে যাইলে উপ কহিল “রাজা কাক, আমার বড় পেটের পীড়া হয়েছে, আর থাকৃতে পারূচি নে ৷” নারা। আস্তে আস্তে নেমে—পারিস্তে ছুটে গিয়ে মুখ হাত ধুয়ে আয় । গাড়ী যেরূপ ধীরে ধীরে যাচ্চে, আবার দৌড়ে এসে উঠতে পারুবিনে ? বরুণ। না, ছেলেমানুষ যদি আবার উঠতে না পারে! তুই বাবা, একটু কষ্ট সহ ক’রে থাকৃ। মধ্যে এক স্থানে মুখ হাত ধোবার জন্ত গাড়ী থামাইয়া থাকে। ক্রমে গাড়ী নিৰ্দ্ধারিত স্থানে আসিয়া উপস্থিত হইল। তখন গার্ড চীৎকার স্বরে বলিতে লাগিল—“যাত্রীরা কেহ মুখ হাত ধুইবার ইচ্ছ করিলে নামিতে পার ।” উপ এবং আর কতকগুলি যাত্রী এই কথায় নামিয়া চুটাছুটি করিয়া মুখ হাত ধুইতে যাইল। কিয়ৎক্ষণ পরে গার্ড আবার কহিল “শীঘ্র এস, গাড়ী ছাড়িবার সময় হইয়াছে।” তখন উপ এবং অপরাপর যাত্রীরা ছুটয়া আসিয়া ট্রেণে উঠিলে ট্রেণ আবার পূর্বের দ্যায় শব্দ করিয়া চলিতে আরম্ভ করিল এবং যথাসময়ে আজিমগঞ্জে আসিয়া উপস্থিত হইল । মুরশিদাবাদ । দেবগণ ট্রেণ হইতে নামিয়া দেখেন—চমৎকার সহর । মালর্কোচ পর মাড়োয়ারির লোট হস্তে দাতন চিবাইতে চিবাইতে স্নানে বাহির হইয়াছে। নগরে নানাপ্রকার পণ্য দ্রব্যের দোকান রহিয়াছে। তাহারা ব্যাগ হস্তে যাইতে যাইতে এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন “বরুণ ! সম্মুখে এ বাড়ীটা কাহার ?” বরুণ। ধনপৎসিং নামক এক ধনাঢ্য ব্যক্তির ; ইহঁার বিলক্ষণ ধন