পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারকেশ্বর 8HO থাকে। এখানে সৰ্ব্বদা উৎকট রোগাক্রান্ত ব্যক্তিরা—কি পাপে ঐ রোগ হইয়াছে এবং কি করিলে আরোগ্য হয়, জানিবার জন্তু আসিয়া হত্য দিয়া থাকে। যাত্রীদিগের নিকট হইতে প্রত্যহ তারকেশ্বরের যথেষ্ট টাকা আয় হয়। মহাস্ত কর্তৃক-দেশের যাহাতে প্রকৃত উপকার হয় এমন কোন কাজ হয় নাই। মহাস্কদিগের গিরি, পৰ্ব্বত, বন, অরণ্য, পুর, ভারতী, নদী, সমুদ্র ইত্যাদি দশট উপাধি আছে। তন্মধ্যে তারকেশ্বরের মহাস্তের উপাধি গিরি এবং বৈদ্যবাটীর কালীর মহান্তের উপাধি ভারতী । কোন মহান্তের মৃত্যু হইলে তাহার প্রধান চেলা গদীকে বসিয়া থাকে। গদী প্রাপ্তির দিন উক্ত দশ উপাধিধারী মহাস্তের একত্র হইয়া তাহাকে অভিশিক্ত করিয়া থাকেন । তারকেশ্বরে’একটী কালীবাড়ী আছে । নারা । শৈবতীর্থে কালীবাড়ী কেন ? বরুণ। যদি কাহারও মদের মুখে পাট থাইতে ইচ্ছা হয়, এই অভিপ্রায়েই বোধ কালীবাড়ী.প্রতিষ্ঠা করা হইয়াছে । ক্রমে দেবগণের গাড়ী বৈদ্যবাটীতে উপস্থিত হইল । এবং তাহার সে রাত্র তথায় অতিবাহিত করিয়া প্রাতে ষ্টেশনে যাইলেন । এবং ইরামপুরের টকিট লইয়া গাড়ীতে উঠিয়া বসিলেন। যে গাড়ীতে তাহারা বসিয়াছিলেন, তাহাতে বৰ্দ্ধমানের একটী লোক ছিল । দেবগণের সহিত আলাপ হইলে পিতামহ কহিলেন, “আমরা বৰ্দ্ধমান দেখিয়া আসিলাম সত্য ; কিন্তু তথাপি আপনি বৰ্দ্ধমানের বিষয় আমাদিগকে বলুন।” লোক। প্রায় সাৰ্দ্ধ দুই শত বর্ষ কাল পূৰ্ব্বে আবুরায় ও বাবুরায় নামে পঞ্জাবপ্রদেশস্থ দুইজন স্বপ্রসিদ্ধ ক্ষত্রিয় মহাজন বৰ্দ্ধমানে ব্যবসা করিতে আইসেন; ইহঁরা দুই সহোদরে বঙ্গদেশের নানাস্থানে বস্ত্রাদি রিক্রয় করিয়া, প্রভূত অর্থ উপার্জন করেন এবং কালক্রমে বদ্ধমানে প্রতিষ্ঠিত হয়েন।. বৰ্দ্ধমানের রাজারা ইহঁাদের বংশধর। সম্পদে গুস্টমে বৰ্দ্ধমানের রাজার বাঙ্গালাদেশের সর্বপ্রধান। উহঁদের নানা প্রকাষ্ট্রেপূর্ব २ध्र'