পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা ○ >> -কর্তী জেঠী ভূমি রাগ করে.না, আমি হাত পা ধুয়ে আসছি, বলিয়া উপ ছুটিয়া একটা কলের নিকট যাইল । ব্ৰহ্ম । হাত পা ধুলে কি শুদ্ধ হ’তে পার্বি ? তোকে গোময় মেথে ‘গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। “আমি তাই ক’রূবে, কৰ্ত্তা-জেঠা—আমি তাই করবো।” বলিয়া উপ নিকটে আসিল । দেবগণ আবার চলিলেন। এক স্থানে উপস্থিত হইয়। নারায়ণ কহিলেন, “বরুণ। এ বাড়ীটি কি ?” বরুণ । রোস্তমজী মাণিকজী নামক পারস্তরাজ-প্রতিনিধির বাসা । ইনি এখানে সদাগরি কার্য্য করেন। কয়েক বৎসর পুৰ্ব্বে ইনি কলিকাতার সেরিফ হইয়াছিলেন । ইন্দ্র । সেরিফ কি ? বরুণ। পারস্ত সদাগরদিগের মধ্যে ইনি প্রধান বলিয়া ঐ উপাধি এক বৎসরের জন্ত প্রাপ্ত হন । পদটী বিলক্ষণ সন্মানের ; এ সম্মানের যে, কলিকাতার সেসন বসিবার সময় সেরিফ হাইকোর্টে যাইয়া যে স্থানে জজের বসেন, তৎপর্শ্বে বসিবার স্থান প্রাপ্ত হন। সেরিফের একটা আফিস আছে ; ঐ আফিসের কাজ এই,—ঋণী ব্যক্তিদিগের বিষয়াদি হাইকোর্টের অনুমতামুসারে নিলাম দ্বারা বিক্রয় করিয়া টাকা জমা দেওয়া । ঐ নিলামকে সেরিফসেল কহে । সেরিফসেলে কোন বিষয় খরিদ করিয়া দখল করিতে না পারিলে সেরিফ তজ্জন্ত দায়ী নহেন ; এই কারণে সময়ে সময়ে দশ হাজার টাকা মূল্যের বিষয় হাজার টাকায় বিক্রয় হইয়া থাকে। সেরিফ খুব মোট বেতন পান ।” এখান হইতে এক স্থানে যাইয়া নারায়ণ কহিলেন, “বরুণ ! এ বাড়ীটি কি ?” বরুণ । ইহার নাম ফটোগ্রাফিকেল এক্টাবৃলিসমেন্ট। এখানে দুই টাকা মূল্য দিলে চেহারা তুলে দেয়। -