পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন.djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8や দেবগণের মর্ত্যে আগমন এই সময় প্রতোক বেশু-বাড়ীতে তবলার চাটি সহ সঙ্গীত আরম্ভ হইল। কোন বেণ্ডা গান ধরিল ঃ — ঐ আসছে বেদিনী রূপসী । আড়নয়নে মুচকে হাসি প্রাণ করে খুলী, তাহে দাঁতেতে মিশি ॥ অপর বাড়ীতে গান ধরিল – আবার কি বসন্ত এল । অসময়ে ফুটুলো কুসুম, সৌরভে প্রাণ, ( যা আমার ) সৌরভে প্রাণ আকুল হ’ল ॥ কোন স্থানে গান ধ’রেছে ৪— আমি রাজবালা, কি ছার বিচার ক’রে সন্ন্যাসিনী হব। তুমি দেখায়েছ ঘারে, আমি লে বরিব তারে, যদ্যপি না মিলাও তারে, প্রাণে মরিব । দেবগণ দেখেন—চতুদিক্ হইতে ধনী লম্পটদিগের ফেটিং, জুড়ি আসিতে আরম্ভ হইয়াছে। গাড়ীস্থিত বাবুদিগকে দেখিয়া দুই একট লম্পট এমন ভাবে লুকাইতেছে যেন কোন রাজা ওমরাহের নাতি, কলিকাতার সকলেই ইহাদের চেনে, গাড়ীস্থিত বাবুরা দেখিলে লজ্জ পাইতে হইবে— যেহেতু ইহার পদব্রজে এসেছে। ইন্দ্র। বরুণ ! এগুলোর লুকাইবার ঢং দেখ ! এর কারা ? বরুণ । ইহার ৮ টাকা বেতনের কেরাণীর দল । ইহার পোষাক ভাড়া করিয়া এমন বাবু সাজিয়া আসে যে, দেখিলে বোধ হয় কোন বড় লোকের সজ্ঞান। ইহাদের বাড়ীর অবস্থা এমনি যে, মা কাটুনা না কাটুলে হাড়ি ঠন্‌ ঠন্‌ করে। কিন্তু ইহাদের এমনি গুণ, মাতার নিকট কাট না কাটা পয়সা নিয়ে ভাড় হাতে ক’রে তেল কিনে প্রত্যাগমনসময়ে সম্মুখে যদি কোন বেণ্ডাকে দেখে, তৎক্ষণাৎ দুরে ফেলিয়া দেয় ; কারণ পাছে ঐ