পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এলাহাবাদ দলটি উত্তম হইয়াছিল। ঐ দল দেখে পদোও রাজ্যের চোয়াড় একত্র করে একটি কবির দল করে । বাবুদের সখ ফুরাইলে, দলটি ভাঙ্গিয়া যায় ; কিন্তু পদোর ফল জীবিত থাকে। এই সময়ে গোবরডাঙ্গার বাবুরা সোণাখালির কবির দল উত্তম হইয়াছে শুনিয়া তাহদের কোন বন্ধুকে অবস্ত অবশু ঐ দল পাঠাইতে লিখেন । বন্ধু পত্রপাঠে বিবেচনা করিলেন--বাবুদের দল তো ভাঙ্গিয়া গিয়াছে, তবে বোধ হয় পদোর দল পাঠাইতে লিখিয়া থাকিবেন । অতএব তিনি পদোকে সম্মত করিয়া গোবরডাঙ্গায় পত্র লেখেন। বাবুরা তদনুসারে কয়েকটা হাতী পাঠাইয়। ঘরদ্বার ঝাড়লণ্ঠন দ্বারা ভালরূপে সাজাইতে আরম্ভ করেন । এদিকে পদ্মনাথ সবান্ধকে তন্ত্রী আরোহণে গোবরডাঙ্গা অভিমুখে চলিলেন । দলটি দেখিয়া বাবুদের মনে ঘৃণা হয়, কিন্তু গুণ থাকিলেও থাকিতে পারে ভাবিয়া বাসা দেন এবং পোলাও কালিয়াগুলো প্রস্তুত হইয়াছে, অনর্থক ফেলা যাবে ভাবিয়া খাইতে দেন। ৫ ছোটলোক-কথন ভাল দ্রব্য চক্ষে দেখে নাই, অতএব এক একজন গাণ্ডে পিণ্ডে গিলে আর নড তে পারে না, কিন্তু কি করে- যে জন্তে আসা তা করতেই হবে ভাবিয়া সকলে কষ্টে স্তষ্টে আসরে গিয়ে দেখা দেয়। আসরে উপস্থিত হইয়া দেখে ঝাড় লণ্ঠনে এলাহি কারখানা করে ফেলেছে ! এরা কখন বাতির আলোয় গান করে নাই, স্বতরাং গালে হাত দিয়া ভাবতে লাগল। ওদিকে ঢুলীরা এই সময় ঢোলে চাটি BBS SSSBBS BB BSBS BB BS BBB BBB BB BBB BBB BBB BBB বঁধিয়া উঠিয়া মাটি কঁপাইয়া তালে তালে নৃত্য দেখে কে ? অনেকক্ষণ নৃত্যের পর সকলে মুখোমুখি হয়ে ঠিক ডাকাত পড়ার মত একটা বিদকুটে চীৎকার করে গলা সেধে লয় এবং শ্রেণীবদ্ধ হয়ে এই ভাবে দাড়ায়, যেন বন্দুকে বারুদ প্রভৃতি মজুদ, এক ফুদ্ধি আগুনের অভাব। এই সময় পদ্মনাথ খাত হাতে লইয়া সকলের পশ্চাদ্ভাগে আসিয়া বাতির আলোতে ঝাপসা দেখে যেমন বলেছে “অ’ মলে: দেখতে পাইনে যে” আমি দোয়ারেরা গান ভেবে নাচিতে নাচিতে ধরে ফেল্পে – *আ! মলো, দেখতে পাইনে যে ” পদে অমনি বল্পে “মর বেটারা কল্পি কি ?” দোয়ারের চীৎকার করিয়া গাহিল “মর বেটার কল্পি কি ?” বাবু এই সমস্ত দেখে শুনে একজনকে ধ’রে আগাপাশতলা মারেন। পদো এবং দুই একজন কোন প্রকারে পালিয়ে আসে। পদো বাড়ী এলে গ্রাম শুদ্ধ ছেলে বুড়ে। একত্র হয়ে ক্ষেপাতে থাকে । কেহ বলে “হঁ্যাগী পদোর মা । তোমাদের Ꮌ ö Ꮔ