পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bttt SLg DB BB DD DBBS BBBB B BB BB BBBB BB BBS গুরু। তবে, যাহা বলি, তাহ শুনিয়া বিচার কর। দম্পতী-খ্ৰীতি-তৰ বুৰাইবার সময়ে বুঝাইয়াছি যে, সমাজের বাহিরে মন্ত্রন্থের কেবল পশুজীবন আছে মাত্র, সমাজের ভিতরে ভিন্ন মন্থন্যের ধৰ্ম্মজীবন নাই। সমাজের ভিতরে ভিন্ন কোন প্রকার মঙ্গল নাই বলিলেই অত্যুক্তি হয় না। সমাজধ্বংসে সমস্ত মনুষের ধৰ্ম্মধ্বংস। এবং সমস্ত ময়ূন্যের সকল প্রকার মঙ্গলধ্বংস তোমার স্বায় সুশিক্ষিতকে কষ্ট পাইয়। এ কথাটা বোধ করি বুঝাইতে হইবে না। শিষ্য। নিম্প্রয়োজন । বাচস্পতি মহাশয় দেশে থাকিলে এ সকল বিষয়ে আপত্তি উত্থাপিত করার ভার তারে দিতাম । গুরু। যদি তাহাই হইল, যদি সমাজধ্বংসে ধৰ্ম্মধ্বংস এবং মনুষ্যের সমস্ত মঙ্গলের ধ্বংস, তবে, সব রাখিয়া আগে সমাজ রক্ষা করিতে হয়। এই জন্য Herbert Spencer afoto, “The life of the social organism must, as an end, rank above the lives of its units." অর্থাৎ আত্মরক্ষার অপেক্ষাও দেশরক্ষা শ্রেষ্ঠ ধৰ্ম্ম । এবং এই জন্যই সহস্ৰ সহস্র ব্যক্তি আত্মপ্রাণ বিসর্জন করিয়াও দেশরক্ষার চেষ্টা করিয়াছেন। " যে কারণে আত্মরক্ষার অপেক্ষা দেশরক্ষা শ্রেষ্ঠ ধৰ্ম্ম, সেই কারণেই ইহা স্বজনরক্ষার অপেক্ষাও শ্রেষ্ঠ ধৰ্ম্ম । কেন না, তোমার পরিবারবর্গ সমাজের সামান্ত অংশ মাত্র, সমুদায়ের জন্য অংশ মাত্রকে পরিত্যাগ বিধেয় । আত্মরক্ষার স্যায়, ও স্বজনরক্ষার স্যায় স্বদেশরক্ষা ঈশ্বরোদিষ্ট কৰ্ম্ম, কেন না ইহা সমস্ত জগতের হিতের উপায়। পরস্পরের আক্রমণে সমস্ত বিনষ্ট বা অধঃপতি হইয়। কোন পরস্বলোলুপ পাপিষ্ঠ জাতির অধিকারভুক্ত হইলে, পৃথিবী হইতে ধৰ্ম্ম ও উন্নতি বিলুপ্ত হইবে। এই জন্ত সৰ্ব্বভূতের হিতের জন্য সকলেরই স্বদেশরক্ষণ কৰ্ত্তব্য। যদি স্বদেশরক্ষাও আত্মরক্ষা ও স্বজনরক্ষার স্যায় ঈশ্বরোদ্দিষ্ট কৰ্ম্ম হয়, তবে ইহাও নিষ্কাম কৰ্ম্মে পরিণত হইতে পারে। ইহা যে আত্মরক্ষণ ও স্বজনরক্ষার অপেক্ষা সহজে নিষ্কাম কৰ্ম্মে পরিণত হইতে পারে ও হইয়া থাকে, তাহ বোধ করি কষ্ট পাইয়া বুঝাইতে হইবে না । পর , ,

  • * * : * Zoo,

请 ’’ بنا۔ ...----, - *.

  • ... . . . . wo

yo · R