পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] মার্কলিখিত সুসমাচার। ృం( ৪ ৪ লেন, সাবধান, এ কথ। কাহাকেও কহিও না ; কিন্তু যাজকের নিকটে গিয় আপনাকে দেখাও, এবং লোকদিগকে আপন পরিস্কৃত হওনের প্রমাণ দিবার নিমিত্তে ৪৫ মূসাকর্তৃক নিৰূপিত যে দান, তাহ উৎসর্গ কর । কিন্তু সে প্রস্থান করিয়৷ সেই কৰ্ম্ম এমন বিস্তার রূপে প্রচার করিতে লাগিল, যে যীশু পুনর্বার প্রকাশন্ধপে নগরমধ্যে প্রবেশ করিতে ন প রাতে বাহিরে অরণ্য স্থানে থাকিলেন; তথাপি চতুর্দিকহইতে লোকের। তাহার নিকটে আইল । ২ অধ্যায় { o গ্রীষ্টের নিকটে বহু লোকের সমাগম ৩ ও পক্ষাঘাতিকে সুস্থ করণ ও পাপক্ষম করণ ১৩ ও মথির প্রতি আহ্বান ও পাপিদের সঙ্গে ভোজন ১৮ ও যোহনের শিষ্য ও ফিরূশিদিগকে উপবাস বিষয়ে নিরুত্তর করণ ২৩ ও বিশ্রামবারে শিষ ছিড়িয় খাওন বিষয়ে আপন শিষ্যদিগকে নিদোষ করণ। ১ অনন্তর কএক দিবস বিলম্বে পুনর্বার কফর্নাহুম নগরে প্রবেশ করিলে পর, তিনি ঘরে আছেন, এই জনরব হও২ য়াতে তৎক্ষণাৎ তাহার নিকটে এত লোক আসিয়া উপস্থিত হইল, যে দ্বারের চতুর্দিকেও আর লোকের স্থান হইল না । তখন তিনি তাহদের প্রতি কথা প্রচার করিলেন । ৩ অপর লোকের চারি মনুষ্যদ্বারা এক পক্ষাঘাতিকে ৪ বহাইয়া লইয়। র্তাহার নিকটে আসিতেছিল । কিন্তু জনতা প্রযুক্ত যীশুর সম্মুখে তাহাকে উপস্থিত করিতে না পারিলে যে স্থানে তিনি আছেন, তদুপরিস্থ ছাত খুলিয়৷ ছিদ্র করিয়া তথাহইতে শয্যার সহিত পক্ষাঘাতিকে নামাইল । ৫ তাহাতে যীশু তাহদের এই ৰূপ বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতিকে কহিলেন, হে বৎস, তোমার পাপক্ষম 105