পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] মার্কলিখিত সুসমাচার। 》0월 কহিল, করসঞ্চয়কারী ও পাপিবর্গের সহিত উনি কেন ১৭ ভোজন ও পান করেন ? যীশু তাহ শুনিয়া তাহাদিগকে উত্তর করিলেন, সুস্থ লোকদের চিকিৎসকেতে প্রয়োজন নাই, কিন্তু অসুস্থ লোকদের প্রয়োজন আছে; আমি ধাৰ্ম্মিকদিগকে আহবান করিতে আসি নাই, কিন্তু মন ফিরাইতে পাপিদিগকেই আহবান করিতে আসিয়াছি । ১৮ পরে যোহনের ও ফিন্ধশিদের উপবাস ব্যবহারকারি শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া কহিল, যোহনের ও ফিৰূশিদের শিষ্যেরা উপবাস করে, কিন্তু তোমার শিষ্যেরা উপবাস ১৯ করে না, ইহার কারণ কি ? তখন র্যীশু তাহাদিগকে কহিলেন, যে পৰ্যন্ত সখিগণের সঙ্গে কন্যার বর থাকে, তাবৎ কি তাহার উপবাস করিতে পারে ? যত কাল বর তাহীদের সঙ্গে থাকে, তাবৎ কণল তাহার। উপবাস করিতে পারে ২০ না । কিন্তু যখন তাহীদের নিকটহইতে বর নীত হইবে, এমন সময় আসিবে ; তৎকালে তাহার। উপবাস করিবে । ২১ পুরাতন বস্ত্রেতে কেহ নূতন বস্ত্রের তালী দেয় না ; কারণ নূতন বস্ত্রের তালীতে জীর্ণ বস্ত্র ছিড়িয়া যায়, তাহাতে সে ২২ ছিদ্র আর ওমন্দ হয় । এবং পুরাতন কুপাতে কেহ নূতন দ্রাক্ষারস রাখে না, যেহেতুক তাহা করিলে নূতন দ্রাক্ষরসের তেজেতে কুপা ফাটিয়া যায় ; তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, এবং কুপাও নষ্ট হয় ; অতএব নূতন কুপাতে নূতন দ্রাক্ষারস রাখা কর্তব্য । ২৩ অনন্তর বিশ্রামবারে তিনি শস্যের ক্ষেত্রদিয়া গমন করিলে তাহার শিষ্যের গমন করিতে ২ শস্যের শিষ ছিড়িতে ২৪ লাগিল । ইহাতে ফিৰূশিরা যীশুকে কহিল, দেখ, বিশ্রামবারে যে কৰ্ম্ম কৰ্ত্তব্য নয়, তাহা ইহারা কেন করিতেছে ? ২৫ তখন তিনি তাহাদিগকে কহিলেন, দায়ুদূ ও তাহার সঙ্গির 107