পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>a.o মার্কলিখিত সুসমাচার। [৩ অধ্যায় । কথা প্রচার করল । এবং অনেকই ভূতকে ছাড়াইল, ও ১৩ তৈল মর্দন করাইয়। অনেক২ অসুস্থ লোককে সুস্থ করিল। এই ৰূপে তাহার সুখ্যাতি ব্যাপ্ত হইলে হেরোদ রাজা ১৪ তাহা শুনিয়া কহিল, যোহন্‌ বাপ্তাইজক কবরহইতে উঠিয়াছে, এই নিমিত্তে তাহাদ্বারা এই সকল অদ্ভুত ক্রিয়া প্রকাশ পাইতেছে । এবং অন্যেরা কহিল, এই ব্যক্তি ১৫ এলিয় ; এবং কেহই কহিল, এ এক জন ভবিষ্যদ্বক্তা, কিম্ব। ভবিষ্যদ্বক্তাদের মধ্যে কোন এক জনের সদৃশ । কিন্তু ১৬ হেরোদ ইহা শুনিয়া কহিল, আমি যাহার মস্তক ছেদন করিয়াছি, সেই যোহন এই, সে কবরহইতে উঠিয়াছে । পূৰ্ব্বে হেরোদ আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে ১৭ বিবাহ করাতে যোহন তাহণকে কহিয়াছিল, আপন ভ্রাতৃবধুকে গ্রহণ করা কর্তব্য নয় । এই নিমিত্তে রাজ। ১৮ লোক পাঠাইয় যোহনকে ধরাইয়। কারাগারে বদ্ধ করিয়াছিল । এবং হেরোদিয়া ঐ যোহনের প্রতি ক্রুদ্ধ হইয়। ১৯ তাহাকে বধ করিতে মানস করিয়াছিল, কিন্তু পারে নাই, কারণ হোরাদ তাহাকে ধাৰ্ম্মিক ও সৎপুরুষ জানিয়া মান্য ২ • করিয়া রক্ষা করিত, এবং তাহার কথা শুনিয়া তদনুসারে অনেক কৰ্ম্ম করিত, ও হৃষ্টমনে তাহার উপদেশ শুনিত । কিন্তু হেরোদ যখন আপনার জন্মদিনে প্রধান মানুষ ও ২১ সেনাপতি প্রভৃতি গালীল প্রদেশীয় শ্রেষ্ঠ লোকদিগের নিমিত্তে এক রাত্রিভোজ করিল, সেই শুভদিনে হেরোদি- ২২ য়ার কন্যা আসিয়া হেরোদের এবং তাছার সঙ্গে উপবিষ্ট ব্যক্তিদের সাক্ষাতে নৃত্য করিয়া তাহদের তুষ্টি জন্মাইল; তাহাতে রাজা কন্যাকে কহিল, আমার নিকটে যাহা যজ্ঞ কর, তাহা তোমাকে দিব ; এবং দিব্য করিয়া কহিল, যদি ২৩ অৰ্দ্ধেক রাজ্য পৰ্য্যন্ত যজ্ঞ কর, তাহাও তোমাকে দিব । | 20