পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] মার্কলিখিত সুসমাচার। ১২৭ ৩৫ তাহাতে তৎক্ষণাৎ তাহার কর্ণ মুক্ত হইল, এবং জিহার জড়তা ঘুচিয়া যাওয়াতে সে সুস্পষ্টৰূপে কথা কহিতে ৩৬ লাগিল । পরে তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা করিলেন, তোমরা এ কথা কাহাকেও কহিও না ; কিন্তু তিনি যত নিষেধ করিলেন, তাহারা তত বাহুল্য ৰূপে প্রচার করিল ৷ ৩৭ আর তাহার। অতি চমৎকৃত হইয়। পরস্পর কহিল, তিনি বধিরকে শ্রবণশক্তি, এবং বোবণকে কথনশক্তি দিয়া উত্তম ৰূপে তাবৎ কৰ্ম্ম করিলেন । ৮ অধ্যায় । ১ সাত রুট ও মৎস্যদ্বারা চারি সহসু লোককে ভোজন করাওন ১০ ও আকাশীয় চিহ্ন দেখাইতে অস্বীকার করণ ১৪ ও শিক্ষারূপ ভাড়ীর বিষয় ২২ ও অন্ধ লোককে চক্ষু দেওন ২৭ ও গ্রীষ্টের নির্ণয় ৩১ ও গ্রীষ্টের আপিন মৃত্যু ভোগের ভবিষ্যদ্বাক্য ৩৪ ও পশ্চাদগামি লোকদের প্রতি উপদেশ ৩৯ ও ভবিষ্যদ্বাক্য । ১ অপর সে সময়ে তাহার নিকটে অনেক লোক আইল, এবং তাহদের নিকটে কিছু খাদ্য সামগ্ৰী না থাকাতে ২ যীশু আপন শিষ্যদিগকে ডাকিয়া কছিলেন, এই লোকরণ্যের প্রতি আমার দয়া হইতেছে ; তাহারা তিন দিবস অামার সঙ্গে অাছে, ও তাহদের নিকটে খাদ্য দ্রব্য কি৩ ছুই নাই। এবং তাছাদের মধ্যে অনেকে অনেক দূরহইতে আসিয়াছে ; তাহাদিগকে অনাহারে গৃহে বিদায় করিলে ৪ পথে ক্লান্ত হইবে । শিষ্যেরা কহিল, এ সকল লোকের তৃপ্তি ৫ হয়, এত রুট এই প্রান্তরের মধ্যে কে পাইতে পারে? তাহতে তিনি জিজ্ঞাসিলেন, তোমাদের কাছে কত রুট আছে ? ৩ তাহারা কহিল, সাতখান । পরে তিনি লোকসমূহকে ड्रभिতে বসিতে আজ দিয়া সেই সাত রুট লইয়। ঈশ্বরের গুণানুবাদ করিলেন, এবং ভাঙ্গিয় পরিবেষণার্থে শিষ্য 127