পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉&bア মাকলিখিত সুসমাচার। [৮ অধ্যায় । দিগকে দিলেন ; তাহাতে তাহার লোকদিগকে পরিবেষণ করিল । এবং তাছাদের নিকটে যে কএক ক্ষুদ্র মৎস্য ছিল, তাহাও লইয়। ঈশ্বরের গুণানুবাদ করিয়া পরিবেষণ করিতে আজ্ঞা দিলেন । তাহাতে লোকেরা ভোজন করিয়া তৃপ্ত হইল ; এবং অবশিষ্ট খাদ্যেতে পূর্ণ সাত ডালী উঠাইয়। লইল । এই ভোক্তার প্রায় চারি সহস্র পুরুষ ছিল ; পরে তিনি তাহাদিগকে বিদায় করিলেন । তদনন্তর তিনি শিষ্যগণের সহিত নৌকারোহণ করিয়৷ দলমলুথার সীমাতে আগমন করিলেন । তাহার পর ফিন্ধশির আসিয়া তাহার সহিত বাদানুবাদ করিয়া পরীক্ষার নিমিত্তে র্তাহার নিকটে আকাশে এক চিহ্ন দেখিতে চাহিল। তখন তিনি অন্তরে দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া কছিলেন, এই বর্তমান কালের লোকের কেন চিহ্নের অন্বেষণ করে ? আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই লোকদিগকে কোন চিহ্ন দেখান যাইবে না। পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া পুনশ্চ নেীকারোহণ করিয়া অন্য পারে প্রস্থান করিলেন । ইতোমধ্যে শিষ্যগণ রুটা লইতে বিস্তৃত হইলে নৌকাতে কেবল এক রুটমাত্র তাহদের কাছে থাকিল । পরে ধীশু তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা সতর্ক হইয়। ফিন্ধশিদের ও হেরোদের তাড়ীর প্রতি সাবধান ছও । তাহাতে তাহারা পরস্পর বিবেচনা করিয়া কহিতে লাগিল, অামাদের নিকটে রুট নাই, এই জন্যে ইহা কহিতেছেন। তাহ। বুঝিয় যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদের স্থানে রুট না থাকতে কেন এমত বিবেচনা করিতেছ ? তোমরা কি অদ্যাপি কিছু জান না ও বুঝিতে পার না ? এখন পর্যন্ত কি তোমাদিগের মন কঠিন আছে ? চক্ষু থাকিতে কি দেখ | 28 У о X > > ネ >\ご X 8 S (t × ×, >