পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○8 মার্কলিখিত সুসমাচার। [৯ অধ্যায়। ছাড়াইতে পারিলাম না ? তিনি কহিলেন, প্রার্থনা ও ২৯ উপবাস ব্যতিরেকে আর কিছুতেই এই প্রকার ভূত ছাড়ান যায় না । অনন্তর তিনি সে স্থানহইতে প্রস্থান করিয়া গালীলের ৩০ মধ্য দিয়া গমন করিলেন, কিন্তু ইহা কেহ জানিতে পায়, এমন তাহার ইচ্ছা ছিল না । আর মনুষ্যপুত্র মনুষ্যদের ৩১ হস্তে সমৰ্পিত হইবেন, ও তাহারা তাহাকে বধ করিবে, ও তাহাদের কর্তৃক হত হইলে পর তৃতীয় দিবসে উঠিবেন ; তিনি শিষ্যদিগকে উপদেশ দিয়া এই সকল কথা কছিলেন। কিন্তু তাহারা সেই কথা বুঝিতে পারিল না, এবং জিজ্ঞাসা ৩২ করিতেও ভয় করিল । অনন্তর তিনি কফর্নাহুম্ নগরে ৩৩ আইলে পর গৃহমধ্যে গিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, পথিমধ্যে তোমরা পরস্পর কিসের বাদানুবাদ করিতেছিলা ? কিন্তু তাহার। নিরুত্তর হইয়া থাকিল, কারণ তা- ৩৪ হাদের মধ্যে কে শ্রেষ্ঠ হইবে, তাহারা পথে পরস্পর ইহার বাদানুবাদ করিয়াছিল । তাহাতে তিনি বসিয়া দ্বাদশ শি- ৩৫ ষ্যকে ডাকিয়। কহিলেন, যে ব্যক্তি প্রথম হইতে ইচ্ছা করে, সে সকলের শেষ এবং সকলের দাস হউক । তখন ৩৬ তিনি এক বালককে লইয়া মধ্যস্থলে বসাইলেন ; পরে আপনার ক্রোড়ে করিয়া তাহাদিগকে কহিলেন, যে কেহ ৩৭ আমার নামেতে ইহার মত কোন বালককে অতিথি করে, সে অামাকে অতিথি করে ; আর যে কেহ আমাকে অতিথি করে সে কেবল অামাকে অতিথি করে তাহ নয়, আমার প্রেরণকৰ্ত্তাকেও অতিথি করে । পরে যোহন র্তাহাকে কহিল, হে গুরো, আমাদের ৩৮ পশ্চাদগামী না হইয়াও তোমার নামেতে ভূতগণকে ছা ড্রাইতেছিল, এমন এক জনকে দেখিলাম, এবং আমাদের 134