পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ।] মার্কলিখিত সুসমাচার ృ8నీ দের হইতে সাবধান হও; তাহদের ঘোরতর দণ্ড হইবে । ৪১ অনন্তর লোকের ভাণ্ডারের মধ্যে কিৰূপ টাক। কড়ি রাখিতেছে, ভাণ্ডারের সম্মুখে বসিয় যীশু তাহ দেখিতেছিলেন, এমন সময়ে অনেক ধনবান তাহার মধ্যে ৪২ বিস্তর ধন রাখিল । পরে এক দরিদ্র। বিধবা অগসিয়া এক ৪৩ পাই মূল্য দুই মুদ্র তাহাতে রাখিল । তখন যীশু শিষ্যদিগকে ডাকিয়া কছিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, যাহার এই ভাণ্ডারে ধন রাখিয়াছে, সে ৪৪ সকলহইতে এই দরিদ্র। বিধবা অধিক রাখিল । কেননা অন্য সকলে আপনাদের প্রচুর ধনের কিঞ্চিৎ২ দিয়াছে, কিন্তু এই দীনহীন দিনপাতের জন্যে আপনার যে যৎকিঞ্চিৎ ছিল তাহ সমুদয় দিল । ১৩ তথ্যোয় । ১ মন্দিরের বিনাশ ৩ ও শিষ্যদের দুঃখবিষয়ে ভবিষ্যদ্বাক্য ৩৪ ও যিহুদীয়দের দুঃখের বিষয় ২১ ও মিথ্যা ভবিষ্যদ্বক্তার বিষয় ২৪ ও যিহুদীয়দের রাজ্য বিনাশের বিষয় ২৮ ও ডুমুরবৃক্ষের দৃষ্টান্ত ৩২ ও সাবধান হওনের আবশ্যকতার বিষয় । ১ পরে মন্দিরহইতে বাহিরে যাওন সময়ে তাহার শিষ্যগণের মধ্যে এক জন তাহাকে কহিল, হে গুরো, ২ দেখ, কেমন প্রস্তর ও কেমন গাথনি ! তখন র্যীশু তাহাকে কহিলেন, তুমি কি এই বড় গাথনি দেখিতেছ ? ইহার এক প্রস্তর অন্য প্রস্তরের উপরে থাকিবে না, সকলি ভূমিসাৎ হইবে । ৩ পরে তিনি জৈতুন পৰ্ব্বতে মন্দিরের সম্মুখে বসিলে পিতর ও যাকুব ও যোহন ও আন্দ্রিয়, ইহারা তাহাকে ৪ গোপনে জিজ্ঞাসা করিল, এই প্রকার ঘটনা কবে হ ইবে ? অার এই সমস্ত প্রত্যক্ষ হওনের চিহ্ন বা কি ? 149