পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36 3. মার্ক লখিত সুসমাচার। [১৩ অধ্যায় । আকাশস্থ নক্ষত্রগণের পতন হইবে, ও আকাশমণ্ডলের গ্ৰহগণ বিচলিত হইবে । তখন লোকের মহাপরাক্রমে ২৬ ও ঐশ্বৰ্য্যেতে মেঘান্ধঢ় মনুষ্যপুত্রকে আসিতে দেখিৰে । আর তিনি আপন দূতগণকে প্রেরণ করিয়া আকাশ ও ২৭ পৃথিবীর সীমা পৰ্য্যন্ত জগতের চারিদিগহইতে আপনার মনোনীত লোকদিগকে আনাইয়। একত্র করবেন । ভুকুরবৃক্ষহইতে দৃষ্টান্ত শিখ ; যেমন ডুয়ুরবৃক্ষের নবী- ২৮ ন শাখা ও পল্লবাদি নির্গত হইলে গ্রীষ্ম কাল সন্নিকট হইতেছে, ইহা তোমরা জানিতে পার, তদ্রুপ এই সকল ২৯ ঘটনা দেখিলেই সেই সময় দ্বারে উপস্থিত ইহা জানিও । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই বর্তমান ৩০ কালের লোকদের গত হওনের পূর্বে সেই সকল ঘটবে। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, তথাপি আমার ৩১ কথার লোপ কখনে৷ হইবে না । আর পিতা ব্যতিরেকে মনুষ্য কিম্বা স্বৰ্গস্থ দূতগণ কি- ৩২ স্বা পুত্র কেহই সেই দিবস ও সেই দণ্ড জনায় না । অতএব সে সময় কখন ইহবে, তাহ তোমর। জ্ঞাত ন| ৩৩ হওয়াতে সাবধান থাক, ও সতর্ক হইয়। প্রার্থন কর । যেমন মনুষ্য আপন বাটহইতে দূর দেশে যাত্রার কালে ৩৪ দাসদিগকে তাপন বিষয়ের ভার দিয়া প্রত্যেককে অ|পন২ কৰ্ম্মে নিযুক্ত করে, এবং দ্বারিকে জাগ্রৎ থাকিতে আজ্ঞা দিয়া যায়, তাহার ন্যায় মনুষ্যপুত্র । অতএব ৩৫ তোমরা সচেতন হইয় থাক, কেননা গৃহের কৰ্ত্ত। সয়ংকালে কি রাত্রি पूर्हे প্রহরে কি তৃতীয় প্রহরে কি প্রাতঃ– কালে, কখন আসিবেন, তাহা তোমরা জান না । তিনি ৩৬ যেন হঠাৎ আসিয়া তোমাদিগকে নিদ্রাগত ন দেখেন, I 52