পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>?○ লুকলিখিত সুসমাচার। [২ অধ্যায়। সাত বৎসর বাস করিয়াছিল, পরে বিধবা হইয়া চোরাশী ৩৭ বৎসর (বয়স্) পৰ্যন্ত মন্দিরহইতে প্রস্থান না করিয়৷ উপবাস ও প্রার্থন পূর্বক দিবারাত্রি ঈশ্বরের সেবা করিত, সেও ঐ সময়ে উপস্থিত হইয়া পরমেশ্বরের ধন্যবাদ ৩৮ করিল, এবং যিৰূশালম নগর নিবাসি যত লোক মুক্তির অপেক্ষাতে ছিল, তাহাদিগকে যীশুর বৃত্তান্ত জানাইল । অনন্তর পরমেশ্বরের ব্যবস্থানুসারে সমস্ত কৰ্ম্ম সাধন ৩৯ হইলে তাহারা পুনর্বার গালীলের নাসরৎ নামক অপন নগরে প্রস্থান করিল । পরে বালক শরীরেতে বৃদ্ধি ৪ • পাইয়া আত্মাতে শক্তিমান ও জ্ঞানেতে পরিপূর্ণ হইতে লাগিলেন, এবং তাহার প্রতি ঈশ্বরের অনুগ্রহ হইল । তাহার পিতামাতা প্রতি বৎসর নিস্তার পর্ব সময়ে ৪ ১ যিৰূশালমে যাইত । অপর যীশুর বারে। বৎসর বয়স্থ ৪২ হইলে তাহারা পৰ্ব্ব সময়ের রীত্যনুসারে যিৰশালমে গমনানন্তর পর্ব সম্পন্ন করিয়া পুনশ্চ ফিরিয়া যাইতেছে, ৪৩ এমন সময়ে যীশু বালক আপন মাতার ও মূষফের অজ্ঞাতসারে যিৰূশালমে রহিলেন । তাহাতে তিনি সম- ৪ s ভিব্যাহারিদের সঙ্গে আছেন, এমন বোধ করিয়া তাহার এক দিনের পথ পৰ্য্যন্ত গেল ; কিন্তু অবশেষে জ্ঞাতি বন্ধু বান্ধবদের নিকটে অন্বেষণ করিয়া তাহার উদ্দেশ ৪৫ না পাওয়াতে তাহার। র্তাহার অন্বেষণ করিতে ২ যিৰূশালমে ফিরিয়া গেল । তিন দিনের পর পণ্ডিতগণের ৪৬ মধ্যে তাহদের কথা শ্রবণ ও তত্ত্ব জিজ্ঞাসা করিতে মন্দিরে উপবিষ্ট র্তাহাকে দেখিল । এবং তাহার বুদ্ধি- ৪৭ তে ও উত্তরেতে শ্রোতা সকল বিস্ময়াপন্ন হইতেছে, এমত দেখিয় তাহার পিতামাত চমৎকৃত হইল ; এবং ৪৮ র্তাহার মাতা তাহকে কহিল, হে পুত্র, আমাদের প্রতি - 176