পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। - $44 এমন ব্যবহার কেন করিলা ? দেখ, তোমার পিতা এবং আমি শোকাকুল হইয়া তোমার অন্বেষণ করিলাম । ৪৯ তাছাতে তিনি কহিলেন, আমার অন্বেষণ কেন করিলা ? পিতৃগৃহে আমার থাকা কৰ্ত্তব্য, ইহা কি তোমরা জান ৫ ও না ? কিন্তু তাহারা তাহার এই কথার কি ভাব, তাহ ৫ ১ বুঝিতে পারিল না । পরে তিনি তাহাদিগের সঙ্গে নাসরতে গিয় তাহদের বশীভূত হইয়া থাকিলেন ; কিন্তু ৫২ এই সকল বিষয় তাহার মাত মনে রাখিল । পরে মীশুর বুদ্ধি ও শরীর, এবং তাহার প্রতি ঈশ্বরের ও মনুয্যের অনুগ্রহ বাড়িতে লাগিল । ৩ অধ্যায় । ১ যোহনের প্রচার ও বাপ্তাইজ করণ ১৫ ও গ্রীষ্টের বিষয়ে তাহার সাক্ষ্য দেওন ১৯ ও যোহনের কারাগারে বন্ধ হওন ২১ ও গ্রীষ্টের বাপ্তিস্ম ২৩ ও গ্রীষ্টের বংশাবলী । ১ অপর তিবিরিয় কৈসরের রাজত্বের পোনেরো বৎসর কালে, যখন পৃষ্ঠীয় পীলাত যিহুদ। দেশের অধিপতি, ও হেরোদ গালীল প্রদেশের রাজা, ও ফিলিপ নামে তাহার ভ্রাতা যিত্বরিয়া ও ত্রাথোনীতিয়া প্রদেশের রাজা, ২ এবং লুষানিয় নামে অবিলীনী প্রদেশের রাজা, এবং হানন ও কিয়ফা ইহার প্রধান যাজক ছিল ; ঐ সময়ে প্রান্তরের মধ্যে সিখরিয়ের পুত্ৰ যোহনের প্রতি ঈশ্বরের ৩ বাক্য প্রকাশিত হইলে সে যদিনের নিকটস্থ দেশে অণসিয়া পাপমোচনার্থে মনঃপরিবর্তনের চিহ্নস্বৰূপ যে বা৪ প্তিস্ম, তাহার কথা সৰ্ব্বত্র প্রচার করিতে লাগিল ৷ যেমন যিশয়িয় ভবিষ্যদ্বক্তার গ্রন্থে লিপি আছে, যথা, ‘প্রা“ন্তরে এই বাক্যবাদি এক জনের রব আছে, পরমেশ্ব“রের পথ প্রস্তুত কর, এবং তাহার রাজপথ সমান কর; 177