পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

るbア。 লুকলিখিত সুসমাচার। [৪ অধ্যায় । “মার চরণে যেন প্রস্তরণঘাত না লাগে, এ কারণ তাহারা “তোমাকে হস্তে ধরিয়া রাখিবে ।” তখন যীশু উত্তর করিলেন, ইহাও উক্ত আছে, “তুমি আপন প্রভু পরমে“শ্বরের পরীক্ষা লইও না।” পরে শয়তান পরীক্ষা সকল শেষ করিয়া ক্ষণেক কাল ত হাহইতে প্রস্থান করিল। তখন যীশু আত্মার প্রভাবে পুনৰ্ব্বার গালীল প্রদেশে প্রত্যাগমন করিলে তাহার সুখ্যাতি দেশের চারিদিগে ব্যাপিল । এবং তিনি তাহদের ভজমালয়ে উপদেশ দিয়া সকলের কাছে প্রশংসিত হইতে লাগিলেন । তদনন্তর তিনি আপন পালনের স্থান নাসরৎ নগরেতে উপস্থিত হইলেন, এবং বিশ্রামবারে তাপন ব্যবহারানুসারে ভজনালয়ে প্রবেশ করিয়া পাঠ করিতে দাড়াইলেন । তাহাতে যিশয়িয় ভবিষ্যদ্বক্তার লিখিত পুস্তক র্তাহার হস্তেতে সমৰ্পিত হইলে তিনি সেই পুস্তক খুলিয়। এই বচন যে স্থানে লেখা আছে, সেই স্থান পাইলেন, যথা “পরমেশ্বরের আত্মা আমাতে আবির্ভূত আছেন, “কেনন। তিনি দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচা“র করিতে আমাকে অভিষিক্ত করিলেন, এবং ভগ্নান্তঃ“করণদিগকে সুস্থ করিতে এবং বন্দি লোকদের প্রতি মু"ক্তির ও অন্ধদিগের প্রতি চক্ষু দানের কথা প্রচার ক“রিতে, ও বদ্ধদিগকে নিস্তার করিতে, এবং পরমেশ্বরের “গ্রাহ্য বৎসর প্রচার করিতে আমাকে প্রেরণ করিলেন।” পরে তিনি ঐ পুস্তক বন্ধন পূর্বক পরিচারকের হস্তে দিয়া আসনে বসিলেন ; তাহাতে ভজনালয়ে যত লোক ছিল, সকলেই তাহার প্রতি একদৃষ্টিতে চাহিয়া > R > \う X 8 > (t > v) > * > న রহিল। পরে তিনি তাহাদিগকে কহিতে লাগিলেন, আদ্য ২১ এই সকল লিখিত বচন তোমাদের সাক্ষাতে সিদ্ধ হ 182 ২ ই