৪ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। らb〜N) ২২ ইল । তাহাতে সকলেই তাহার অনুরাগ করিল, ও র্তাহার মুখহইতে নির্গত অনুগ্রহের কথাতে চমৎকার বোধ ২৩ করিয়া কহিল, এ কি যুষফের পুত্র নহে? তখন তিনি কহিলেন, হে চিকিৎসক, আপনাকেই সুস্থ কর ; কফর্নাভূমে যাহা করিয়াছ শুনিলাম, সে সকল ক্রিয় এই স্বদেশেও কর, এ কথা তোমরাই আমাকে অবশ্য বলি২৪ বা । তিনি আরও কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, কোন ভবিষ্যদ্বক্তাই স্বদেশে সস্তুম পায় না । ২৫ কিন্তু আমি তোমাদিগকে যথার্থ বলি, এলিয়ের বর্তমান সময়ে যখন সাড়ে তিন বৎসর পর্য্যন্ত আকাশের বৃষ্টি নিবৃত্ত হওয়াতে সমুদয় দেশে মহাদুৰ্ভিক্ষ জন্সিল, তখন ২৬ ইসায়েল দেশের মধ্যে অনেক২ বিধবা ছিল, কিন্তু এলিয় তাহদের মধ্যে কাহারে নিকটে প্রেরিত না হইয়। কেবল সীদোন্ প্রদেশীয় সারিফৎ নগর নিবাসিনী এক ২৭ বিধবার নিকটে প্রেরিত হইল । আর ইলীশায় ভবিষ্যদবক্তার বর্তমান সময়ে ইস্রায়েল দেশে অনেকহ কুষ্ঠা ছিল, কিন্তু তাহদের মধ্যে কেহ পরিস্কৃত হইল না, & ২৮ কেবল সুরিয়া দেশীয় নামান পরিস্কৃত হইল । এই কথা শুনিয়া ভজনালয়স্থিত লোকের ক্ৰোধেতে পরিপূর্ণ হইল, ২৯ এবং উঠিয় তাহাকে নগরহইতে বাহির করিয়া ষে পৰ্ব্বতের উপরে তাহদের নগর স্থাপিত আছে, ঐ পৰ্ব্বতহইতে নিক্ষেপ করণার্থে তাহার শিখরে তঁহকে ল৩• ইয়। যাইতেছিল ; কিন্তু তিনি তাহদের মধ্য দিয়া গমন করিয়া স্থানান্তরে প্রস্থান করিলেন । ৩১ পরে যীশু গালীল প্রদেশীয় কফর্নাহুম্ নগরে উপস্থিত হইয়া বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লা ৩২ গিলেন । এবং সকলেই তাহার উপদেশে চমৎকৃত হইল ; 183
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৩
অবয়ব