পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఘో লুকলিখিত সুসমাচার। [৭ অধ্যায় । এবং তাহার অনেক শিষ্য ও অন্য২ অনেকেই তাহার সঙ্গে গেল । অপর সেই নগরদ্বারের নিকটে উপস্থিত হইলে কোন বিধবা স্ত্রীলোকের যে এক পুত্ৰ মাত্র ছিল, কতক লোক তাহার মৃত শরীরকে বহয়িী, নগরের বাহিরে যাইতেছিল, এবং তাহার মাতার সঙ্গে তল্লগরীয় অনেক২ লোক ছিল । প্রভু তাহাকে দেখিয়া সদয় হইয়। কছিলেন, কান্দিও না । এবং নিকটে গিয়। খাট স্পর্শ করিলেন; তাহাতে বাহকের স্থগিত হইয়া দাড়াইলে তিনি কহিলেন, হে যুব মানুষ, উঠ, আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি । তাহাতে সেই মৃত ব্যক্তি উঠিয়া কথা কহিতে লাগিল ; পরে যীশু তাহার মাতার হস্তে তাহাকে সমর্পণ করিলেন । তাহাতে সকলে শঙ্কিত হইল, আর আমাদের মধ্যে এক মহাভবিষ্যদ্বক্তার উদয় হইল, এবং ঈশ্বর আপন লোকদের প্রতি দৃষ্টিপাত করিলেন, এ কথা কহিয়৷ ঈশ্বরের ধন্যবাদ করিল। পরে সমুদয় যিহুদা দেশে এবং তাহার চতুর্দিক প্রদেশে তাহার এই সুখ্যাতি ব্যাপিল । অনন্তর যোহনের শিষ্যগণ যোহনকে এই সকল সমাচার জ্ঞাত করিলে সে আপনার দুই জন শিষ্যকে ডাকিয় যীশুর নিকটে এমন কহিতে পাঠাইল, যাহার আগমনের অপেক্ষাতে আছি, তুমি কি সেই জন ? কি আমরা অন্যের অপেক্ষাতে থাকিব ? পরে সেই মনুষ্যের। তাহার নিকটে উপস্থিত হইয়া কহিল, যাহার অাগমনের অপেক্ষাতে আছি, তুমি কি সেই জন ? কি আমর। অন্যের অপেক্ষাতে থাকিব ? যোহন বাপ্তাইজক আমাদের দ্বারা আপনকার কাছে এ কথা কহিয়া পাঠাইল । যীশু সেই দণ্ডে রোগ ও মহাব্যাধি ও দুষ্ট 196 > R X 8 > ○ X V, > 영 > ケ* > న R • え、>