পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। SS ইহাকে স্পর্শ করিতেছে যে স্ত্রী, সে কে এবং কি প্রকার লোক, তাহ অবশ্য জানিতে পারিতেন, কেননা সে দুষ্ট ৪ ও আছে । তখন যীশু তাহাকে কহিলেন, ও হে শিমোন, তোমাকে আমার কিছু বক্তব্য আছে ; তাহাতে সে ৪১ কহিল, হে গুরো, তাহ বলুন। এক মহাজনের দুই জন ঋণী ছিল ; তাহার মধ্যে এক জন পাচ শত সিকি, ও ৪২ অন্য জন পঞ্চাশ সিকি ধারিত ; পরে তাহদের পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে সে ঐ मूर्हे জনের ঋণ ক্ষমা করিল ; তাহাতে ঐ দুই জনের মধ্যে কে ৪৩ তাহাকে অধিক প্রেম করিবে ? তাহ বল । শিমোন উত্তর করিল, আমার বোধ হয়, যাহার অধিক ঋণ ক্ষম। করিল; পরে যীশু তাহাকে কহিলেন, তুমি যথার্থ বিচার ৪৪ করিলা । পরে সেই স্ত্রীলোকের প্রতি ফিরিয়৷ শিমোনকে । কহিলেন, এই স্ত্রীকে দেখিতেছ? আমি তোমার গৃহে আইলে তুমি আমার পাদ প্রক্ষালনার্থে জল দিলা না, কিন্তু এই স্ত্রী নেত্রজল দিয়া আমার পাদ প্রক্ষালন ৪৫ করিয়া মস্তকের কেশদ্বার। মুছাইয়া দিল । এবং তুমি আমাকে চুম্বন করিলা না, কিন্তু এই স্ত্রী আপন আগমন ৪৬ অবধি আমার চরণ চুম্বন করিতে নিরস্ত হয় নাই। আর তুমি আমার মস্তকেও কিছু তৈল মর্দন করিলা না, কিন্তু এই স্ত্রী সুগন্ধি তৈল লইয়া আমার চরণে মর্দন করিল। ৪৭ অতএব তোমাকে কহিতেছি, ইহার অধিক পাপ ক্ষম। হইল, এই জন্যে অধিক প্রেম করিতেছে ; কিন্তু যাহার ৪৮ অগপ পাপ ক্ষমা করা যায়, সে অলপ প্রেম করে। পরে তিনি সে স্ত্রীকে কছিলেন, তোমার পাপ ক্ষম হইল । ৪৯ তখন যাহার। র্তাহীর সঙ্গে ভোজনে বসিয়াছিল, তাহার। মনে ২ ভাবিতে লাগিল, এই যে পাপক্ষমা করিতেছে, - 199