পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* .. 8 লুকলিখিত সুসমাচার। [১০ অধ্যায়। ঈশ্বরের রাজত্ব তোমাদের নিকটে আইল, ইহা নিশ্চয় জানিও । আমি তোমাদিগকে কহিতেছি, বিচারদিনে সে নগরের দশাহইতে সিদোমের দশ সহাতর হইবে । হায় ২ কোরাসীন, হায়২ বৈৎসৈদা, তোমাদের মধ্যে যে২ আশ্চৰ্য্য কৰ্ম্ম করা গিয়াছে, সেই সকল কৰ্ম্ম যদি সোর ও সীদোন নগরে করা যাইত, তবে ইহার অনেক দিন পূৰ্ব্বে তন্নিবাসির চট পরিধান ও ভস্ম লেপন করিয়া বসিয়া মন ফিরাইত । অতএব বিচার দিবসে তোমাদের দশাহইতে সোর ও সীদোনের দশ। সহৃতর হইবে । অরে কফর্নাভূম, তুমি স্বৰ্গ পর্যন্ত উন্নত হইতেছ, কিন্তু নরক পর্যন্ত অধোগামী হইবা । যে ব্যক্তি তোমাদের কথা গ্রাহ করে, সে আমারই কথা গ্রাহ্য করে ; এবং যে ব্যক্তি তোমাদিগকে অবজ্ঞ করে, সে অামাকেই অবজ্ঞা করে ; ও যে ব্যক্তি আমাকে অবজ্ঞা করে, সে আমার প্রেরণকৰ্ত্তাকেই অবজ্ঞ। করে । পরে সেই সত্তর শিষ্য আনন্দেতে প্রত্যাগমন করিয়া কহিল, হে প্রভো, আপনকার নামদার। ভূতগণও অমাদের বশীভূত হয় । তখন তিনি তাহাদিগকে কহিলেন, স্বৰ্গহইতে বিদ্যুতের ন্যায় শয়তানকে অধঃপতিত হইতে দেখিলাম । দেখ, সৰ্প ও বৃশ্চিক এবং শত্রুর তাবৎ পরাক্রম পদতলে দলন করিতে তোমাদিগকে শক্তি প্রদান করি ; তাহাতে তোমাদের কোন হানি হইবে না । ভূতগণ তোমাদের বশীভূত হয় ইহার নিমিত্তে উল্লাস না করিয়া স্বগেতে তোমাদের নাম লিখিত আছে, বরং ইহার নিমিত্তে উল্লাস কর । সেই দণ্ডে যীশু মনে আহলাদিত হইয়া কহিলেন, হে স্বর্গ ও পৃথিবীর একাধিপতি পিতঃ, তুমি জ্ঞানবান ও বিদ্বান লোকদের নি 214 > R > Nう X 8 X (t > ○ > R > ケ X > R • R >