পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। Şo ৩৬ রাজের পুরী ; এবং আপনার মস্তক লইয়াও না, যেহেতুক তাহার এক কেশ শুক্ল কি কষ্ণবর্ণ করিতে তোমার সাধ্য ৩৭ নাই । আর তোমরা আপন কথোপকথনে কেবল ই ও কেবল না বল, কেননা ইহার অধিক যাহা, তাহ মন্দহইতে জন্মে । ৩৮ অার ‘চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দস্ত, ৩৯ পূর্বোত্ত এই কথাও তোমরা শুনিয়াছ । কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা হিংসক জনের ব্যাঘাত করিও না ; বরঞ্চ কেহ তোমার দক্ষিণ গালে চড় মারিলে ৪ • তাহার প্রতি বাম গাল ফিরাইয় দেও । এবং কেহ তোমার সহিত বিবাদ করিয়া তোমার পরিধেয় বস্ত্র ৪ ১ লইতে চাহিলে তাহাকে উত্তরীয়ও লইতে দেও । এবং কেহ এক ক্রোশ লইয়া যাইবার জন্যে তোমাকে অন্যায়ে ৪২ ধরিলে তাহার সঙ্গে দুই ক্রোশ যাও । আর যে ব্যক্তি তোমার কাছে যাজ্ঞা করে, তাহাকে দেও ; এবং কেহ তোমার নিকটে ধার লইতে চাহিলে তাহার প্রতি পরাཙཱ་ཕི་ হইও না । ৪৩ আপন প্রতিবাসির প্রতি প্রেম কর, কিন্তু শতুর প্রতি ‘দ্বেষ কর, এই যে পূর্বোক্ত কথা, ইহাও তোমরা শুনি৪ ৪ য়াছ । কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা শত্রুদিগের প্রতিও প্রেম কর ; এবং যাহার তোমাদিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীৰ্ব্বাদ কর; ও যাহার তোমাদিগকে ঘৃণা করে, তাহাদের মঙ্গল কর ; এবং যাহারা তোমাদিগকে নিন্দ ও তাড়ন করে, তাহদের নিমি৪৫ ত্তে প্রার্থনা কর । তাহাতে যিনি সৎ অসৎ লোকেদের উপরে সুৰ্যোদয় করাণ, এবং ধাৰ্ম্মিক অধাৰ্ম্মিকগণের উপরে বৃষ্টি বর্ষাণ, এমন যে তোমাদের স্বৰ্গস্থ পিতা, 13