পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। ১২৯ পৰ্যন্ত পরিশোধ না করিলে তুমি তথাহইতে বাহিরে আসিতে পাইবা না । o ১৩ অধ্যায় । ১ পাপের দণ্ড এড়াইবার কারণ মনঃপরিবত্তনের আবশ্যকতা ৬ ও নিষফল ভুফুর বৃক্ষের দৃষ্টান্ত ১০ ও কুজা স্ত্রীকে সুস্থ করণ ১৮ ও সর্ষপের ও তাড়ীর দৃষ্টান্ত ২২ ও উপদেশ কথা ৩১ ও হেরোদের প্রতি ও যিরশালমস্থ লোকদের প্রতি অনুযোগ করণ । ১ অপর পীলাত যে গালীলীয়দের রক্ত আপনাদের বলিদানের রক্তের সহিত মিশ্রিত করিয়াছিল, তাহাদের বৃত্তান্ত কএক জন উপস্থিত হইয়া যীশুকে কহিল । ২ তাহাতে তিনি উত্তর করিলেন, সেই লোকদের এমন দুৰ্গতি ঘটিয়াছে, এই নিমিত্তে তাহারা অন্য সকল গণলীলীয় লোকহইতে অধিক পাপী, তোমরা কি এমন ৩ বোধ করিতেছ ? আমি তোমাদিগকে কহিতেছি, তাহ নয় ; কিন্তু মন ন ফিরাইলে তোমরা সকলেও তদ্রুপ ৪ বিনষ্ট হইবা । আর শীলোহ নিকটবর্তি উচ্চগৃহের পতনে যে আঠার জন হত হইল, তাহার যিৰূশালম নিবাসি সকলহইতে অধিক অপরাধী, তোমরা কি এমন ৫ বোধ করিতেছ ? আমি তোমাদিগকে কহিতেছি, তাহ। নয় ; কিন্তু মন ন ফিরাইলে তোমরা সকলেও তদ্রুপ বিনষ্ট হইব । ৬ পরে তিনি এই দৃষ্টান্ত কথা কহিলেন, এক ব্যক্তি দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে একটি ডুমুর বৃক্ষ রোপণ করিয়া ছিল । পরে সে আসিয়া ঐ বৃক্ষে ফল অন্বেষণ করিল; ৭ কিন্তু ফল না পাওয়াতে উদ্যানের মালিকে কহিল, দেখ, তিন বৎসর পর্যন্ত আসিয়৷ এই ডুমুর বৃক্ষেতে ফল অন্বেষণ করি, কিন্তু কিছুই পাই না ; এটা কেন মিথ্য 229