পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q.&b* লুকলিখিত সুসমাচার। [১২ অধ্যায়। আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি, ৪৯ আর তাহ যদি এই ক্ষণে প্রজ্বলিত হইয় উঠে, তাহা । তেই বা আমার ভাবনা কি ? কিন্তু যে বাপ্তিস্মেতে ৫ • আমাকে বাপ্তাইজিত হইতে হইবে, যে পর্যন্ত তাহার সিদ্ধি ন হইবে, তাবৎ আমি কত কষ্ট পাইব ! আমি ৫ ১ পৃথিবীতে ঐক্য করিতে আসিয়াছি, তোমরা কি এমন বোধ করিতেছ ? তোমাদিগকে কহিতেছি, তাহ নয়, বরং অনৈক্য করিতে আসিয়াছি। যেহেতুক এখন অবধি ৫২ এক পরিবারের মধ্যে পাঁচ জন ভিন্ন২ হইয়া তিন জন দুই জনের প্রতিকুল, ও দুই জন তিন জনের প্রতিকুল হইবে ; পিতা পুত্রের বিপক্ষ, ও পুত্র পিতার বিপক্ষ ৫৩ হইবে ; এবং মাত কন্যার বিপক্ষ, ও কন্য। মাতার বিপক্ষ হইবে ; এবং শ্বশ্রী বধুর বিপক্ষ, ও বধূ শ্বশ্রীর বিপক্ষ হইবে । তিনি লোকদের প্রতি আরও কহিলেন, পশ্চিমদিগে ৫ ৪ মেঘোদয় দেখিলে তোমরা হঠাৎ বল, বৃষ্টি হইবে ; এবং তাহাও হয় । আর দক্ষিণ বাতাস বহিলে বল, ৫৫ গীয়া হইবে ; এবং তদ্রুপও ঘটে । আরে কপটি সকল, ৫৬ ভূমির ও আকাশের লক্ষণ বুঝিতে পার, কিন্তু এই কলের লক্ষণ কেন বুঝিতে পার না ? অার তোমরা আ- ৫ ৭ পনার কেন প্রকৃত বিচার কর না ? আর বিবাদি লোকের সহিত বিচারকর্ডার নিকটে ৫৮ যাইতেই পথের মধ্যে তাহাহইতে উদ্ধার পাইবার যত্ন করিও ; নতুবা সে তোমাকে ধরিয়া বিচারকর্ভার সম্মুখে লইয়া গেলে বিচারকর্তা যদি তোমাকে প্রহরির নিকটে সমর্পণ করে, এবং প্রহরী তোমাকে কারাগারে বদ্ধ করে, তবে আমি তোমাকে কহিতেছি, শেষ কপর্দক ৫ ৯ 228