পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3.○レア লুকলিখিত সুসমাচার। - [১৫ অধ্যায় । বিরুদ্ধে পাপ করিলাম, এ কারণ তোমার পুত্ৰ বলিয়। ১৯ বিখ্যাত হইবার যোগ্য নহি ; আমাকে তোমার এক বেতনগ্রাহি দাস করিয়া রাখ । পরে সে উঠিয়া পিতার ২ • নিকটে গমন করিল ; তাহাতে তাহার পিতা অতি দূরে তাহাকে দেখিয় দয়া করিল, এবং ধাবমান হইয়। তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিল । তখন পুত্র ২১ তাহাকে কহিল, হে পিতঃ, ঈশ্বরের ও তোমার বিরুদ্ধে পাপ করিলাম, এবং তোমার পুত্ৰৰূপে বিখ্যাত হইবার যোগ্য নহি । কিন্তু তাহার পিতা নিজ দাসদিগকে আজ্ঞা ২২ দিল, সৰ্ব্বোত্তম বস্ত্ৰ আনিয়া ইহাকে পরাও, এবং ইহার হস্তে অঙ্গুরীয় দেও, এবং পায়েতে পাদুকা দেও । আর ২৩ হৃষ্ট পুষ্ট বাছুর আনিয়। মার ; তাহা ভোজন করিয়া আমরা আনন্দ করিব । যেহেতুক আমার এই পুত্ৰ মৃত ২৪ হইয়া পুনশ্চ সজীব হইল, এবং হারাণ হইয় প্রাপ্ত হইল ; তাহাতে তাহারা আনন্দ করিতে লাগিল । তৎক- ২৫ লে তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রেতে ছিল, পরে আসিতে২ বাটীর নিকটে উপস্থিত হইয়া নৃত্য ও বাদ্যের শব্দ শুনি য়। দাসদের এক জনকে জিজ্ঞাসা করিল, ইহার কারণ ২৬ কি ? তাহাতে সে কহিল, তোমার ভ্রাতা আইল, এবং ২৭ তোমার পিতা তাহাকে সুস্থ শরীরে প্রাপ্ত হওয়াতে হৃষ্ট পুষ্ট বাছুর মারিল । তাহাতে সে ক্রুদ্ধ হইয়া ২৮ ভিতরে যাইতে অসম্মত হইল ; অতএব তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্যসাধন করিল । তাহাতে ২৯ সে পিতাকে উত্তর করিল ; দেখ, আমি তোমার কোন অাজা লঙ্ঘন না করিয়া বহু বৎসরাবধি তোমার সেবা করিয়া আসিতেছি, তথাপি মিত্ৰগণের সহিত উৎসব করিতে কখনো একটি ছাগ লও আমাকে দেও নাই 238