পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৩৩ তোমরা গিয়া অামাদের ভোজনের নিমিত্তে নিস্তার৯ পর্বের দ্রব্য আয়োজন কর । তাহাতে তাহারা জিজ্ঞাসিল, কোথায় আয়োজন করিব ? আপনকার ইচ্ছ ১ - কি ? তখন তিনি কছিলেন, দেখ, নগরে প্রবেশ করিবামাত্র এক জন জলকুম্ভ লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করিবে ; সে যে বাটীতে প্রবেশ করিবে, তে{মরাও সেই বাটীতে তাহার পশ্চাৎ যাইয়৷ বাটীর ১ ১ কৰ্ত্তাকে বল, গুরু কহিতেছেন, আমি যে স্থানে শিষ্যগণের সহিত নিস্তারপর্বের ভোজ করিতে পারি, সে ১২ অতিথিশালা কোথায় ? তাহাতে সে ব্যক্তি সুসজ্জিত দ্বিতীয় তালার এক প্রশস্ত কুঠরী দেখাইয়া দিবে ; ১৩ তোমরা সেই স্থানে ভোজের আয়োজন কর । তাহাতে তাহারা যাইয়। র্তাহার বাক্যানুসারে সমস্ত দেখিয়। তথায় নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করিল ৷ ১৪ পরে সময় উপস্থিত হইলে যীশু দ্বাদশ প্রেরিতের ১৫ সহিত ভোজনে বসিয়া কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত এই নিস্তারপর্বের ভোজে ১৬ ভোজন করিতে আমি অত্যন্ত বাঞ্ছা করিলাম । এবং তোমাদিগকে কহিতেছি, যে পৰ্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা সিদ্ধ না হয়, সে দিন পর্য্যন্ত ইহা অার ভোজন ১৭ করিব না । অপর তিনি পানপত্র লইয়া ঈশ্বরের গুণানুবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কছিলেন, ইহা গ্রহণ ১৮ করিয়া আপনাদের মধ্যে বিভাগ কর ; তোমাদিগকে কহিতেছি, যাবৎ ঈশ্বরের রাজত্বের সংস্থাপন না হয়, তাবৎ আমি দ্রাক্ষণফলের রস আর পান করিব না । ১৯ পরে রুট লইয়। ঈশ্বরের গুণানুবাদ পূর্বক ভাঙ্গিয়৷ তাহাদিগকে দিয়া কহিলেন, তোমাদের নিমিত্তে সমর্পিত 263