পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3.○bア লুকলিখিত সুসমাচার। [ ২৩ অধ্যায়। হীকে প্রহার করিতে লাগিল । এবং বস্ত্রেতে র্তাহার ৬৪ চক্ষু বদ্ধ করিয়া গালে চপেটাঘাত করিয়া জিজ্ঞাসা করিল, কে তোমাকে চড় মারিল ? তাহা গণনা করিয়া বল । তদ্ভিন্ন তাহার বিরুদ্ধে অণরও অনেক২ নিন্দার ৬৫ কথা কহিতে লাগিল । অপর প্রভাত হইলে প্রাচীনের ও প্রধান যাজকগণ ৬৬ এবং অধ্যাপকবর্গ সভাস্থ হইয়া সভার মধ্যে যীশুকে আনিয়া জিজ্ঞাসা করিল, তুমি যদি অভিষিক্ত ত্ৰাত হও, তবে তাহ আমাদিগকে বল । তাহাতে তিনি উ- ৬৭ ত্তর করিলেন, তাহ বলিলেও তোমরা বিশ্বাস করিব। না । আর তোমাদিগকে কোন কথা জিজ্ঞাসা করিলে ৬৮ আমাকে উত্তর দিব না, এবং ছাড়িয়াও দিব। না ; কিন্তু ইহার পরে মনুষ্যপুত্ৰ সৰ্ব্বশক্তিমান ঈশ্বরের দ- ৬৯ ক্ষিণ পাশ্বে বসিবেন । তাহাতে তাহার। সকলে জি- ৭ a জ্ঞাসা করিল, তবে কি তুমি ঈশ্বরের পুত্র ? তাহাতে তিনি কহিলেন, তোমরা যথার্থ কহিতেছ, আমি সেই বটি । তখন তাহারা কহিল, তবে আর সাক্ষ্যেতে আ- ৭১ মাদের কি প্রয়োজন ? ইহার আপন মুখেতেই সাক্ষ্য পাইলাম । ২৩ অধ্যায় । ১ পালাভের ও হেরোদের কাছে খ্ৰীষ্টকে লইয়া যাওন ১৩ ও পীলাভের বিচার ও দণ্ডাজ্ঞা দেওন ২৬ ও বিলাপকারিণী স্ত্রীলোকদের প্রতি গ্রীষ্টের কথা ৩৩ ও খ্ৰীষ্টকে ক্রুশে বিদ্ধ করণ ও বিক্রপ করণ ৩৯ ও ক্রুশে টাঙ্গান দুই চোরের বিবরণ ৪৪ ও খ্রীষ্টের মরণ ৫০ ও তাহাকে কবরে দেওন । পরে ঐ সকল লোক উঠিয় তাহাকে পীলাতের স- ১ মুখে লইয়া গিয়া অপবাদ দিয়া বলিতে লাগিল, আপ- ২ 268