পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। 'ఏ' ২৮ না । পরে সে স্ত্রী কলসী রাখিয়া নগরের মধ্যে গিয়৷ ২৯ লোকদিগকে কহিল, আমি কোন কালে কি২ কৰ্ম্ম করিয়াছি, তাহা সকলি অামাকে কহিলেন, এমন এক মনুষ্যকে আসিয়া দেখ ; তিনি কি অভিষিক্ত ত্ৰাত৷ ৩০ নছেন ? তাহাতে তাহার। নগরহইতে বহির্গত হইয়। র্তাহার নিকটে আইল । ৩১ ইত্যবসরে শিষ্যের সাধ্যসাধনা করিয়া কহিল, হে ৩২ গুরো, আপনি কিছু ভোজন করুন । তাছাতে তিনি কহিলেন, তোমাদের জ্ঞাতসার নহে, এমন ভক্ষ্য অা৩৩ মার আছে । তখন শিষ্যেরা পরস্পর জিজ্ঞাসা করিতে লাগিল, ইহাকে কি কেহ কিছু ভক্ষ্য আনিয়া দিয়াছে ? ৩ ৪ যীশু কছিলেন, অামার প্রেরণকৰ্ত্তার অভিমত সিদ্ধ করা এবং র্তাহারই কৰ্ম্ম সম্পন্ন করা, এই অামার আহর । ৩৫ অার চারি মাস হইলে শস্য কাটনের সময় উপস্থিত হইবে, এই কথা কি তোমরা বল না ? কিন্তু আমি বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টি করিয়া দেখ; ৩৬ এখনি কাটিবার মত শ্বেতবর্ণ হইয়াছে । তার যে কাটে সে বেতন পায়, এবং অনন্ত পরমায়ুৰূপ শস্য সংগ্রহ করে ; তাহাতে বপনকর্তা ও ছেদনকৰ্ত্ত একত্র ৩৭ আনন্দ করে । এবং ইহা হইলে এক জন বপন করে, ৩৮ অন্য জন ছেদন করে, এই বচন সিদ্ধ হয় । যাহাতে তোমরা পরিশ্রম কর নাই, এমন শস্য কাটিতে তোম।দিগকে প্রেরণ করিলাম ; অন্য জনের পরিশ্রম কারয়াছে, তোমরা তাহীদের শ্রমের ফল প্রাপ্ত হইলা । ৩৯ অপর কোন কালে কি২ কৰ্ম্ম করিয়াছি, তাহা সকলি তিনি আমাকে কছিলেন, সেই স্ত্রীর এই সাক্ষ্যের কথ। শুনিয়া সেই নগরনিবাসি অনেক২ শোমিরোণীয় লোক 291