পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ যোহনলিখিত সুসমাচার । [৪ অধ্যায় ? বিশ্বাস করিল ; এবং তাছার নিকটে উপস্থিত হইয়। আপনাদের নিকটে কিছু দিন থাকিতে র্তাহাকে বিনয় করিল ; তাহাতে তিনি দুই দিবস সেস্থানে বাস করিলেন । এবং তাছার উপদেশদ্বারা অার ২ অনেকে বিশ্বাস করিয়া সে স্ত্রীলোককে কহিল ; কেবল তোমার কথার দ্বারা প্রত্যয় করি তাহা নহে, কিন্তু তিনি যে নিতান্ত জগতের অভিষিক্ত ত্ৰাণকৰ্ত্তা, ইহা তাহার কথা শুনিয়া আমরা আপনারা জানিলাম । যদ্যপি যীশু প্রমাণ দিয়া কহিয়াছিলেন, ‘স্বদেশে ভবিষ্যদ্বক্তার সন্তুম হয় না, তথাপি এই দুই দিবসের পর তিনি তথাহইতে প্রস্থান করিয়া গালীলেতে গমন করিলেন । এবং যে গালীলীয় লোকেরা পর্বে গিয়াছিল, ও পৰ্ব্বসময়ে যিৰূশালম নগরে তাহার সকল ক্রিয়। দেখিয়াছিল, তিনি গালীলেতে আইলে পর তাহারা তাহাকে গ্রাহা করিল ৷ পরে যীশু গালীলের যে কান্না নগরে জলকে দ্রণক্ষরস করিয়াছিলেন, ঐ স্থানে পুনৰ্ব্বার আগমন করিলেন । ঐ সময়ে এক রাজসভাসদ লোকের পুত্ৰ কফর্নাহুম নগরে রোগগ্রস্ত ছিল । সে যিহুদা দেশহইতে গালীলেতে যীশুর আগমন সমাচার শুনিয়া তাহার নিকটে যাইয়া প্রার্থনা করিয়া কহিল, আমার পুত্রের মৃত্যু উপস্থিত ; আপনি আসিয় তাহাকে সুস্থ করুন । তখন যীশু কহিলেন, আশ্চৰ্য্য কৰ্ম্ম এবং অদ্ভুত চিহ্ন ন দেখিলে তোমরা প্রত্যয় করিব না । তাহাতে ঐ সভাসদ ব্যক্তি কহিল, হে মহাশয়, আমার পুত্ৰ না মরিতে ২ আইয়ূন । যীশু তাহাকে কছিলেন, যাও, তোমার পুত্ৰ বঁচিল । তখন সে যীশুর উক্ত ঐ কথাতে 292 - 8 o 8 × 8 R 8\○ 8 8 8 (? 8 V) 8 영 8 b 8 S