পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రిం9 যোহনলিখিত সুসমাচার। [৭ অধ্যায় । ৭ অধ্যায়। ১ ধিক্কশালমে গ্রীষ্টের গমন ১৪ ও মন্দিরে লোকদিগকে উপদেশ করণ ২৫ ও বিবাদিদিগকে উত্তর করণ ৩২ ও তাহার উপদেশ ৩৭ ও তাহার বিষয়ে লোকদের বিচার ৪৫ ও গ্রীষ্টের প্রতি মহাযাজক ও ফিরূশিদের বিপক্ষতা । পরে যিহুদীয় লোকেরা তাহাকে বধ করিতে চেষ্টা করাতে যীশু বিহুদী প্রদেশে ভ্রমণ করিতে অসম্মত হইয়। গালীল প্রদেশে ভ্রমণ করিতেন । কিন্তু যিহুদীয় দের তাম্বুবাস নামে পৰ্ব্ব উপস্থিত হইলে তাহার ভ্রাতৃগণ র্তাহাকে কহিল, যে সকল ক্রিয়া তুমি করিতেছ, তাহা যেন তোমার শিষ্যেরা দেখে, এই নিমিত্তে এখানহইতে প্রস্থান করিয়া যিহুদী প্রদেশে যাও । যে কেহ আপনি প্রকাশিত হইতে চাহে, সে কখনো গোপনে কৰ্ম্ম করে না ; যদি এমন কৰ্ম্ম কর, তবে জগতে অণপনার পরিচয় দেও । কারণ র্তাহার ভ্রাতারাও র্ত - হণকে বিশ্বাস করে নাই । তখম যীশু তাহাদিগকে কহিলেন, আমার সময় এখন উপস্থিত হয় নাই, কিন্তু তোমাদের সময় সতত উপস্থিত আছে । জগতের লোকেরা তোমাদিগকে মৃণা করিতে পারে না, কিন্তু অামাকেই ঘৃণা করে ; যেহেতুক তাহদের কৰ্ম্ম মন্দ, আমি তাহদের বিষয়ে এই সাক্ষ্য দিতেছি । তোমর এই পর্বে যাও, আমি এখন এই পর্বে যাইব না, কেননা আমার সময় এখন সম্পূর্ণ হয় নাই । এ কথা বলিয়। তিনি গালীলেতে রছিলেন। কিন্তু তাহার ভ্রাতৃগণ তথায় যাত্রা করিলে পর তিনিও অপ্রকাশ হইয়। গোপনভাবে পৰ্ব্বেতে গেলেন । অণর পর্বেতে উপস্থিত যিহুদীয়ের র্ত হার অন্বেষণ করিয়া জিজ্ঞাসা করিল, 304 X >