পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ৩ ০৩ ৬ • তখন এই রূপ শুনিয়। র্ত হার শিষ্যদের মধ্যে অনেকে পরস্পর কছিল, এ বড় কঠিন কথা; এমন কথা কে শু৬১ নিতে পারে ? কিন্তু যীশু শিষ্যদের এৰাপ বচস অাপন মনে জ্ঞাত হইয়া কছিলেন, এই কথা কি তোমাদের বি৬২ বুজনক হয় ? যদি মনুষ্যপুত্রকে পূৰ্ব্ববাসস্থানে উৰ্দ্ধগমন ৬৩ করিতে দেখ, তবে কি হইবে ? আত্মাই জীবনদায়ক, কিন্তু শরীর নিস্ফল ; আমি তোম দিগকে যে কথা কহি, সে আত্মা ও জীবনস্বৰূপ ; কিন্তু তোমাদের মধ্যে কেহ২ ৬ ৪ অবিশ্বাসী তাছে । কে২ বিশ্বাস করে না, এবং কে বা তাহাকে পরহস্তগত করিবে, তাহণ যীশু প্রথমাবধি ৬৫ জ্ঞাত আছেন । আরও কহিলেন, এ নিমিত্তে কছিলাম, পিত হইতে ক্ষমতা না পাইলে কেহ আমার নিকটে অসিতে পারিবে না । ৬৬ অতএব তদবধি অনেক২ শিষ্য পরাভূখ হইয়। ফিরিয়া গেল, ও র্তাহার সঙ্গে তার গমন করিল না । ৬৭ তখন যীশু দ্বাদশ শিষ্যকে কহিলেন, তোমরাও কি ৬৮ যাইতে ইচ্ছা কর ? তাহাতে শিমোন পিতর উত্তর করিল, হে প্রভো, কাহার কাছে যাইব ? তোমার ষে ৬৯ কথা, সেই অনন্ত পরমায়ুর্দায়ক। আর তুমি যে অমর ঈশ্বরের অভিষিক্ত পুত্র, ইহা বিশ্বাস করিয়া নিশ্চয় ৭ - জানি । তখন যীশু কহিলেন, আমি কি তোমাদের দ্বাদশ জনকে মনোনীত করি নাই ? কিন্তু তোমাদের ৭ ১ মধ্যেও এক জন বিঘ্নকারী আছে । এই কথা তিনি শিমোনের পুত্র ঈস্করিয়োতীয় যিহুদার উদেশে কহিলেন, কেননা দ্বাদশের মধ্যে গণিত সেই ব্যক্তি র্ত হাকে পরহস্তগত করিবে । o 303