পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। N)) ২৬ কছিলাম, আমি সেই ব্যক্তি ৷ তোমাদের বিষয়ে আমাকে অনেক কথা কহিতে এবং বিচার করিতে হইবে, কিন্তু আমার প্রেরণকৰ্ত্ত। তিনি সত্যবাদী, তাহার নিকটে যা২৭ হা শুনিয়াছি, তাহাই জগজনকে কহিতেছি । কিন্তু তিনি যে পিতার বিষয়ে এই কথা কছিলেন, ইহা তা২৮ হার বুঝিল না । তাহাতে যীশু কহিলেন, যখন মনুষ্যপুত্রকে উৰ্দ্ধে উঠাইবা, তখন আমি যে সেই ব্যক্তি, আর কেবল আপনাহইতে কোন কৰ্ম্ম করি না, কিন্তু পিত। যেমন শিক্ষা দেন, তদনুসারে এই কথা কহি, ২৯ এই সকল তোমরা জানিতে পারিব । আর আমার প্রেরণকৰ্ত্ত। পিতা আমাকে একাকী ত্যাগ করেন না ; তিনি আমার সহিত থাকেন, কারণ আমি তাহার ইষ্ট ক্রিয়া সৰ্ব্বদা করিতেছি । ৩০ তখন তাহার এই সকল কথা শুনিয়া অনেকে তঁ৩১ হাতে বিশ্বাস করিল । তাহাতে যে যিহুদীয়েরা তাহাকে বিশ্বাস করিল, যীশু তাহাদিগকে কহিলেন, আমার কথাতে যদি তোমরা আস্থা কর, তবে আমার প্রকৃত ৩২ শিষ্য হইয়। সত্যতাকে জানিবা; তাহাতে সত্যতাদ্বার। ৩৩ তোমাদের মুক্তি হইবে । তখন তাহারা উত্তর করিল, আমরা ইব্রাহীমের বংশ, কখনো কাহারো দাস হই নাই ; তবে তোমাদের মুক্তি হইবে, এমন কি প্রকারে ৩৪ বল ? তখন যীশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, যে জন পাপকৰ্ম্ম করে, সে ৩৫ পাপের দাস । আর দাস নিরন্তর বাটতে থাকে না ; ৩৬ কিন্তু পুত্র নিরন্তর থাকেন । অতএব পুত্র যদি তোমা৩৭ দিগকে মুক্ত করেন, তবে নিতান্তই মুক্ত হইবা । তো মরা যে ইব্রাহীমের বংশ, তাহ। আমি জানি ; কিন্তু 3.11