পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেহেনলিখিত সুসমাচীর । [৯ অধ্যায় । 8 לסא করিল, এবং তাহ দেখিয়া আনন্দিত হইল । তখন যিহুদীয়ের জিজ্ঞাসিল, তোমার বয়ঃক্রম পঞ্চাশ বৎ ( 영 সরও নহে, তুমি কি ইব্রাহীমকে দেখিয়াছ ? যীশু ৫৮ উত্তর করিলেন, তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, ইব্রাহীমের জন্মের পূর্বাবধি আমি বর্তমান আছি । তখন তাহারা প্রস্তর তুলিয়া তাহাকে আঘাত করিতে উদ্যত হইল ; কিন্তু যীশু গোপনে মন্দিরহইতে বহির্গত হইয় তাহদের মধ্য দিয়া গেলেন । ৯ অধ্যায় । ১ অন্ধ লোককে সুস্ত করণ ৮ ও তাঁহাতে লোকদের আশ্চর্য জ্ঞান ১৩ ও ফিরশিদের কাছে অন্ধ লোককে লইয়া যাওন ১৮ ও তাহার পিতা মাতার কথা ২৪ ও ফিরূশিদের কথা ৩৫ ও অন্ধ লোকের দূরীকৃত হওন ও তাহার সহিত গ্রীষ্টের সাক্ষাৎ করণ। পরে যীশু যাইতে ২ পথিমধ্যে এক জন্মান্ধ মনুষ্যকে @公 দেখিলেন । তাহাতে শিষ্যেরা র্তাহাকে জিজ্ঞাসা করি- ২ ল, হে গুরো, এই ব্যক্তি আপনার, কি পিতামাতার, কাহার পাপে অন্ধ হইয়া জন্মিয়াছে ? তাহাতে যীশু উত্তর করিলেন, এই ব্যক্তির কিম্ব। ইহার পিতামাতার পাপ প্রযুক্ত এমন হইয়াছে, তাহ নয় ; কিন্তু ইহাদ্বারা যেন ঈশ্বরের কৰ্ম্ম প্রকাশ পায়, এই নিমিত্তে হইয়াছে । দিন থাকিতে আমার প্রেরণকৰ্ত্তার কৰ্ম্ম আমাকে করিতে হয় ; যে সময়ে কোন কৰ্ম্ম করা যায় না, এমন রাত্রি আসিতেছে । আমি যাবৎ জগতে আছি, তাবৎ জগতের জ্যোতিঃস্বৰূপ আছি । এই কথা বলিয়ী ভূমিতে খুধু ফেলিয়৷ তদূর কর্দম করিলেন পরে সেই কর্দমদ্বারা ঐ অন্ধের চক্ষুদ্বয় লেপন করিয়া তা হাকে এই আজ্ঞা করিলেন, শীলোহ অর্থাৎ প্রেরিত 31.4