পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার | ৩৩১ হাতে প্রত্যয় করিল; কিন্তু ফিৰূশিরা পাছে তাহাদিগকে ভজনালয়হইতে দূর করিয়৷ দেয়, এই ভয়েতে তাহার ৪ ৩ তাহাকে স্বীকার করিল না ; কেননা ঈশ্বরের প্রশংসা অপেক্ষ তাহারা মনুষ্যের প্রশংসা ভাল বাসিত । ৪ ৪ তখন যীশু উচ্চৈঃস্বরে কছিলেন, যে জন তামাতে বিশ্বাস করে, সে কেবল অামাতেই বিশ্বাস করে তাহ ৪ ৫ নয়, সে অামার প্রেরণকর্তাতেও বিশ্বাস করে ; এবং যে জন তামাকে দর্শন করে, সে অামার প্রেরণকৰ্ত্তা৪৬ কেই দর্শন করে । আমি জ্যোতিঃস্বৰূপ হইয়৷ এই জগতে অবতীর্ণ হইয়াছি, তাহাতে যে কেহ আমাতে ৪ ৭ প্রত্যয় করে, সে অন্ধকারে থাকে না । আমার কথা শুনিয়া যদি কেহ বিশ্বাস না করে, তবে তামি তাহাকে দোষী করি না, যেহেতুক জগজ্জনের দোষ স্থির করিতে না আসিয়া তাহাদিগকে পরিত্রাণ করিতে অা৪৮ সিয়াছি । যে কেহ আমাকে অশ্রদ্ধা করিয়া আমার কথা অগ্রাহ করে, অন্যে তাহার দোষ নিশ্চয় করিবে ; ফলতঃ যে কথা আমি কহিয়াছি, সে কথা শেষ দিনে ৪৯ তাহাকে দোষী করিবে । যেহেতুক আমি আপনাহইতে কিছু কহি নাই ; কি২ কহিতে হয়, ও কি ২ উপদেশ দিতে হয়, তাহ আমার প্রেরণকৰ্ত্ত। পিতা আমাকে ৫ • আজ্ঞা করিয়াছেন । আর র্তাহার সেই আজ্ঞ যে অনন্ত পরমায়ুর্জনক, তাহা আমি জানি ; অতএব আমি যে কিছু কহি, তাহ পিতা যেমন আজ্ঞা করিয়াছেন, তেমনি কহি । ১৩ অধ্যায় । ১ খ্রীষ্টের আপন শিষ্যদের চরণ ধৌত করণ ১২ ও তাহার তাৎপৰ্য্য ২১ ও যিহুদা বিশ্বাসঘাতক হইবে ইহার জ্ঞাপন ৩১ ও শিষ্যদের প্রতি স্ত্রীষ্টের উপদেশ ৩১ ও পিতরের অস্বীকার জ্ঞাপন । 331