পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nව් ව් 8 যোহন লিখিত সুসমাচার । [১৩ অধ্যায় । এই কথা কহিয়া যীশু মনোদুঃখিত হইয় প্রমাণ ২১ দিয়া কহিলেন, আণমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, তোমাদের এক জন আমাকে পরহস্তগত করিবে । তাহাতে তিনি কাহার উদেশে এ কথা কহিলেন, ২২ তদ্বিষয়ে সন্দিগ্ধ হইয়। শিষ্যেরা পরস্পর মুখাবলোকন করিতে লাগিল । ঐ সময়ে যীশু যাহাকে ভাল বাসি- ২৩ তেন, সে এক শিষ্য র্ত হার বক্ষঃস্থলে হেলান দিতেছিল । তাহাকে শিমোন পিতর সঙ্কেত করিয়া কহিল, ২ ৪ ইনি কাহার উদেশে এ কথা কহিতেছেন, তাহ জিজ্ঞাসা কর । তখন সে যীশুর বক্ষঃস্থলে হেলান দিয়া ২৫ জিজ্ঞাসিল, হে প্রভো, সে কোন ব্যক্তি ? তাহাতে যীশু ২৬ উত্তর করিলেন, এই খণ্ড রুট ডুবাইয়। যাহাকে দিব, সে সেই ব্যক্তি; পরে তিনি এক খণ্ড রুট ডুবাইয়। শিমোনের পুত্র ঈস্করিয়োতীয় যিহুদাকে দিলেন । তাহ ২৭ দিলে পর শয়তান তাহাতে আশ্রয় করিল ; তখন যীশু তাহাকে কহিলেন, তুমি যাহা করিবা, তাহ শীঘ্ন কর । কিন্তু তিনি কি ভাবে এ কথা কহিলেন, তাহ উপবিষ্ট ২৮ লোকদের কেহই বুঝিতে পারিল না ; কিন্তু যিহুদার ২৯ কাছে টাকার থলী থাকতে কেহ এই ৰূপ বুঝিল, পর্বের আয়োজনের নিমিত্তে কোন সামগ্ৰী ক্রয় করিয়া আনিতে, কিম্বা দরিদ্রদিগকে কিছু বিতরণ করিতে কহিলেন । তখন রুটখও লওনের পরে সে শীঘ্ৰ বা- ৩• হিরে গেল ; তখন রাত্রি ছিল । যিহুদা বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন ম- ৩১ নুষ্যপুত্রের মহিমা প্রকাশ পাইল, এবং তাহাদ্বারা ঈশ্বরেরও মহিমা প্রকাশ পাইল । যদি তাহাদ্বারা ঈশ্ব- ৩২ রের মহিমা প্রকাশ পায়, তবে ঈশ্বরও আপনাদ্বারা 334