পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)S)bア যোহনলিখিত সুসমাচার। [১৪ অধ্যায় । পনাকে প্রকাশ করিব । তখন ঈষ্করিয়োতীয় ভিন্ন যি- ২২ হুদা তাহাকে কহিল, হে প্রভো, আপনি জগতের লোকদের কাছে অপ্রকাশিত হইয়। অামাদের কাছে সপ্রকাশ হইবেন কেন ? যীশু উত্তর করিলেন, যে জন ২৩ অামাকে প্রেম করে, সে আমার আজ্ঞাও পালন করে; তাহাতে আমার পিতাও তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিয়া তাহার সহিত বাস করিব । আর যে জন আমাকে প্রেম করে না, সে ২ ৪ আমার কথাও পালন করে না ; এবং এই যে কথা তোমরা শুনিতে পাইতেছ, সে কেবল আমার কথা নয়, কিন্তু আমার প্রেরণকৰ্ত্তা যে পিত। তাহারও কথা । এখন আমি তোমাদের নিকটে বর্তমান থাকিয়৷ ২৫ এই সকল কথা কহিতেছি ; কিন্তু ইহার পর পিতা ২৬ সহায়কে অর্থাৎ পবিত্র আত্মাকে আমার নামে প্রেরণ করিলে তিনি তাবৎ বিষয়ে শিক্ষা দিয়া অামার উক্ত সমস্ত কথা তোমাদিগকে স্মরণ করাইবেন । আমি ২৭ তোমাদের স্থানে শান্তি রাখিয়। যাইতেছি, অামার নিজের শান্তি তোমাদিগকে প্রদান করিতেছি ; জগতের লোক যেমন দান করে, আমি তদ্রুপ দান করি না ; তোমরা মনোদুঃখী ও ভীত হইও না । আমি যাইয়। ২৮ পুনৰ্ব্বার তোমাদের কাছে আসিব, আমার এই উক্ত বাক্য তোমরা শুনিয়াছ ; যদি আমাকে প্রেম কর, তবে পিতার নিকটে যাই, আমার এ কথাতে তোমাদের আহলাদ জন্মিবে ; কেননা অামার পিতা অামা অপেক্ষ মহান । আর ঐ ঘটনার সময়ে তোমাদের ২৯ বিশ্বাস যেন জন্মে, এই নিমিত্তে আমি ঐ ঘটনার পূৰ্ব্বে এখন তোমাদিগকে এই সংবাদ দিলাম। ইহার ৩৭ 338