পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার । ჯგზN9 সিবেন না ; কিন্তু যদি যাই, তবে তোমাদের নিকটে ৮ তাহাকে পাঠাইয়া দিব । তাহাতে তিনি আসিয়া পাপ ও পুণ্য ও দণ্ড বিষয়ে জগৎলোকদের বোধ জন্মাই৯ বেন । তাহারা অামাতে বিশ্বাস করে না, এই জন্যে ১ • পাপের বিষয়ে বোধ জন্মাইবেন । তোমাদের অদৃশ্য হইয়া আমি পিতার নিকটে যাই, এই জন্যে পুণ্যের ১ ১ বিষয়ে বোধ জন্মাইবেন । এ জগদধিপতি দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়, এই জন্যে দণ্ডের বিষয়ে বোধ জন্মাইবেন । ১২ তোমাদিগকে কহিতে আমার আরও অনেক২ কথা আছে ; সে কথ। এই ক্ষণে তোমরা সহিতে পার না । ১৩ কিন্তু সত্যময় আত্ম যখন আসিবেন, তখন তাবৎ সত্য বিষয়ে তোমাদের বুদ্ধি প্রবেশ করাইবেন; তিনি আপনাহইতে কিছু বলিবেন না, কিন্তু যাহ২ শুনিবেন তাহাই কহিবেন, এবং তোমাদিগকে ভাবিকথাও ১৪ জ্ঞাত করিবেন । আমার মহিম। প্রকাশ করাইবেন, কেননা অামার বিষয়ের কথা লইয়। তোমাদিগকে ১৫ বুঝাইবেন । পিতার যাহ২ আছে, সকলি আমার ; এ জন্যে বলিলাম, তিনি আমার বিষয়ের কথা লইয়। তোমাদিগকে বুঝাইবেন। ১৬ অণর কিঞ্চিৎ কণল পরে তোমরা অামাকে দেখিতে পাইবা না ; কিন্তু তাহার কিঞ্চিৎ কাল পরে অণরবার দেখিতে পাইবা, কেননা অামি পিতার নিকটে যাই । ১৭ তাহাতে শিষ্যদের কএক জন পরস্পর বলাবলি করিতে লাগিল, “কিঞ্চিৎ কাল পরে অামাকে দেখিতে পাইব। ন, কিন্তু তাহার কিঞ্চিৎ কাল পরে অণরবার দেখিতে পাইব, কেননা আমি পিতার নিকটে যাই, এই মে ১৮ কথা ইনি বলিতেছেন সে কি ? তাহারা বলিল, “কিঞ্চিৎ 343