পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v)& o যেহেনলিখিত সুসমাচার। [১৮ অধ্যায়। এই যে কথা তিনি আপনি কহিয়াছিলেন, সে কথা সফল হইল । তখন শিমোন পিতরের নিকটে খড়গ থাকাতে সে খাপ খুলিয়া মহাযাজকের মল্ক নামক দাসকে আঘাত করিয়া তাহার দক্ষিণ কর্ণ ছেদন করিয়৷ ফেলিল । তাছাতে যীশু পিতরকে কহিলেন, খড়গ কো- ১১ ষেতে রাখ ; আমার পিতা অামাকে পান করিতে যে পাত্র দিলেন, আমি কি তাহাতে পান করিব না ? তখন সৈন্য ও সেনাপতি ও যিহুদীয়দের পদাতিক গণ যীশুকে ধরিয়া বন্ধন করিয়া, সেই বৎসরে মহাযাজকের পদে নিযুক্ত যে কিয়ফা, তাহার হানন নামক শ্বশুরের নিকটে র্তাহাকে প্রথমে লইয়। গেল । ‘লোকসাধারণের মঙ্গলের নিমিত্তে এক জনের মরণ উপযুক্ত, যে জন যিহুদীয়দিগকে এই পরামর্শ দিয়াছিল, সে এই কিয়ফ । তখন শিমোন পিতর এবং অন্য এক জন শিষ্য যীশুর পশ্চাৎ গেল ; তাহাতে সেই অন্য শিষ্য মহাযাজকের নিকটে পরিচিত থাকাতে যীশুর সহিত মহযোজকের ( অট্টালিকার ) প্রাঙ্গণে প্রবেশ করিল ৷ কিন্তু পিতর দ্বারের বাহিরে দাড়াইয়া থাকিল ; অতএব সেই মহাযাজকের পরিচিত শিষ্য পুনৰ্ব্বার বহিরে যাইয়। দ্বাররক্ষিককে কহিয়৷ পিতরকে ভিতরে আনিল । সেই দ্বাররক্ষিক পিতরকে কহিল, তুমি না ঐ মনুষ্যের এক শিষ্য ? তাহাতে সে কহিল, আমি নহি । পরে যে স্থানে দাসগণ এবং পদাতিকের শীত প্রযুক্ত অঙ্গীরের অগ্নি প্রস্তুত করিয়৷ দাড়াইয়। তাপ লইতেছিল, সেই স্থানে পিতর তাহদের সহিত দাড়াইয়। অগ্নির তাপ লইতে লাগিল । 350 > R > \○ > 8 > (t Y &) > 영 > b