পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায়।] যোহনলিখিত সুসমাচার। " לטא (א ৩০ এতদ্ভিন্ন যাহা এই পুস্তকে লেখা গেল না, এমন অনেক২ আগশচর্য্য কৰ্ম্ম যীশু শিষ্যদের সাক্ষাতে করি ৩১ লেন । কিন্তু যীশু ঈশ্বরের অভিষিক্ত পুত্র, ইহা যেন তোমরা বিশ্বাস কর, এবং বিশ্বাস করিয়া তাহার নামেতে পরমায়ু প্রাপ্ত হও, এই নিমিত্তে এই সকল লেখা গিয়াছে । ২১ অধ্যায় । ১ ডিবিরিয়া হ্রদে অর্থাৎ গালীল সমুদুে শিষ্যদের প্রতি দর্শন ১৫ ও পিতরের সহিত যীশুর কথোপকথন ২০ ও যোহনের বিষয়ে তা হার কথা ২৪ ও সমাপ্তির কথা । ১ তদনন্তর তিবিরিয়া হ্রদের তীরে ধীশু পুনৰ্ব্বার শিষ্যদিগকে দর্শন দিলেন ; সেই দর্শনের বিবরণ এই ৷ ২ শিমোন পিতর ও থোম অর্থাৎ দিদুমঃ এবং গালীলীয় কান্না নগর নিবাসি নিখনেল, এবং সিবদিয়ের পুত্রেরা, তদ্ভিন্ন আর দুই জন শিষ্য, ইহারা যখন এক ৩ স্থানেতে একত্র ছিল, এমত সময়ে শিমোন পিতর কহিল, মৎস্য ধরিতে যাই । তাহাতে তাহার। বলিল, তবে আমরাও তোমার সঙ্গে যাই ; তখন তাহার। বহির্গত হইয়। শীঘ্ৰ নৌকা আরোহণ করিল, কিন্তু ৪ সেই রাত্রিতে কিছু পাইল না । পরে প্রভাত হইলে যীশু তীরে দাড়াইলেন, কিন্তু তিনি যে যীশু, ইহা ৫ শিষ্যেরা জানিল না । তখন যীশু জিজ্ঞাসা করিলেন, ওহে বৎস সকল, তোমাদের নিকটে কিছু খাদ্য ৬ দ্রব্য আছে ? তাহার। বলিল, কিছুই নাই । তখন তিনি কহিলেন, নৌকার দক্ষিণ পাশ্বে জাল নিক্ষেপ কর, তাহাতে পাইবা ; অতএব তাহার। নিক্ষেপ করিলে জালে এত মৎস্য পড়িল, যে তাহারা টানি 361