পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩২ যোহনলিখিত সুসমাচার। [২১ অধ্যায় । য়া তুলিতে পারিল না । তাহাতে যীশুর প্রিয়তম ৭ শিষ্য পিতরকে কহিল, উনি প্রভু হইবেন । উনি প্রভু, এই কথা শুনিবামাত্র শিমোন পিতর উলঙ্গত প্রযুক্ত মৎস্যধারির উত্তরীয় বস্ত্র পরিধান করিয়া হ্রদে বাপ দিল । আর অন্য শিষ্যেরা মৎস্যশুদ্ধ জাল টানি- ৮ তে২ ছোট নৌকা বাহিয়৷ কূলে আনিল ; তাহার কুলহইতে বিস্তর দুর ছিল না, অনুমান দুই শত হস্ত অন্তর ছিল । অনন্তর তাহারা তীরে উঠিলে সে স্থানে ৯ প্রজ্বলিত অগ্নি এবং তদুপরিস্থ মৎস্য ও রুট দেখিল । তাহাতে যীশু কহিলেন, যে মৎস্য এখন ধরিলা, তা- ১ • স্থার কিছু লইয়। আইস । অতএব শিমোন পিতর ১১ ফিরিয়া যাইয়। বড়২ এক শত তিপৃপান্নটা মৎস্যেতে পরিপূর্ণ ঐ জাল টানিয়। তুলিল, কিন্তু এত মৎস্যেতেও জাল ছিড়িল না । পরে যীশু তাহাদিগকে কহিলেন, ১২ তোমরা আসিয়া ভোজন কর ; তৎকালে তিনিই যে প্রভু, ইহা জ্ঞাত হওন প্রযুক্ত, তুমি কে ? এমন কথা জিজ্ঞাসা করিতে শিষ্যদিগের কাহারও সাহস হইল না । পরে যীশু আসিয়া রুট ও মৎস্য লইয়া তাহ।- ১৩ দিগকে দিলেন । এই ৰূপে কবরহইতে উত্থানের পর ১৪ যীশু শিষ্যদিগকে তৃতীয় বার দর্শন দিলেন । ভোজন সাঙ্গ হইলে পর যীশু শিমোন পিতরকে ১৫ জিজ্ঞাসা করিলেন, ওহে যুনসের পুত্র শিমোন, তুমি না কি ইহাদের অপেক্ষায় আমাকে অধিক প্রেম করিয়া থাক ? তাহাতে সে কহিল, হঁ। প্রভো, আপনকাকে প্রেম করিয়া থাকি, তাছা আপনি জানেন; তখন ষীশু কহিলেন, তবে অামার মেষশাবকগণকে পালন কর । পরে তিনি দ্বিতীয় বার জিজ্ঞাসিলেন, ওহে যুনসের পুত্র ১৬ 362