পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&bア মথিলিখিত সুসমাচার। [১০ অধ্যায় । গীয়দের কোন নগরে প্রবেশ না করিয়া ইস্রায়েল গোত্রের ৬ হারাণ যে সকল মেষ, তাহদেরই কাছে যাও । এবং ৭ যাইতেই ‘স্বগের রাজত্ব সন্নিকট হইল, এ কথা প্রচার করিয়া বল । এবং রোগগ্ৰস্তদিগকে সুস্থ কর, ও কুষ্ঠি- ৮ দিগকে পরিষ্কৃত কর, ও মৃত লোকদিগকে জীবন দান কর, ও ভূতদিগকে ছাড়াও, আর বিনামূল্যে তোমরা পাইয়াছ, বিনামূল্যেই বিতরণ কর। কিন্তু আপনাদের কটিবন্ধে স্বর্ণ ৯ কি ৰূপ্য কি তাম কিছুই লইও না । এবং যাত্রার কারণ ১ : কোন বুলি কিম্ব দ্বিতীয় বস্ত্র কিম্বা পাদুকা কিম্বা যষ্টি এ সকল লইও না ; কেননা কাৰ্য্যকারি লোক ভরণ পোষণের যোগ্য হয় । অণর তোমর। যে কোন নগরে ১ ১ কিম্বা গ্রামে প্রবেশ কর, সে স্থানে কোন ব্যক্তি যোগ্য পাত্র, তাহ অবগত হইলে পর যাইবার সময় পৰ্য্যন্ত তাহার স্থানে থাক । আর যখন তোমরা তাহার বাটীতে ১২ প্রবেশ কর, তখন তাহাকে তাশীৰ্ব্বাদ কর । তাহাতে সে ১৩ যদি যোগ্য পাত্র হয়, তবে ঐ কল্যাণ তাহার প্রতি বৰ্ত্তিবে ; নতুবা ঐ আশীৰ্ব্বাদ তোমাদের প্রতিই বৰ্ত্তিবে । কিন্তু ১৪ যে লোকেরা তোমাদিগের প্রতি আতিথ্য ব্যবহার না করে, এবং তোমাদের কথা না শুনে, তাহদের গৃহ কিম্বা নগর হইতে প্রস্থানকরণ সময়ে আপনাদের পদধূলি ঝাড়িয়া দেও ! আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, বিচারদিনে ১৫ সেই নগরের দশাহইতে সিদোম ও অমোরা দেশীয়দের দশ সহ্যতর হইবে । অTর দেখ, কেন্দুয়াব্যায় সমূহের মধ্যে যেমন মেষ, ১৩ তদ্রুপ তোমাদিগকে পাঠাইতেছি ; অতএব তোমরা সৰ্পবৎ সতর্ক ও কপোতের ন্যায় অহিংসক হও । এবং মনুষ্য- ১৭ দের হইতে সাবধান থাক; কেননা তাহারা তোমাদিগকে 28