পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । ❖ፃ » করিয়া কবরস্থ হইয়াছে, অদ্যাপিও সে কবর আমাদের ৩• নিকটে বিদ্যমান আছে । কিন্তু লৌকিক ভাবে দায়ুদের বংশেতে অভিষিক্ত ত্রাতার জন্ম গ্রহণ করাইয় তাহরই সিংহাসনেতে বসিতে র্তাহাকে উঠাইবেন, পরমেশ্বর দিব্য করণ পূর্বক দায়ুদের নিকটে এই অঙ্গীকার করিब्राझिालन, मोडून उदिबाव्रखी इशैज्ञो ऐश खोड रुईंन; ৩১ এবং পূর্বে অভিষিক্ত ত্রাতার উত্থান জানিয়া এই কথা কহিল, তাহার আত্মা পরলোকে ত্যক্ত হইবে না, এবং ৩২ তাহার শরীর ক্ষয় পাইবে না । অতএব পরমেশ্বর এই যীশুকে কবরহইতে উঠাইয়াছেন, তদ্বিষয়ে আমরা স৩৩ কলে সাক্ষী অাছি । তিনি ঈশ্বরের দক্ষিণ পাশ্বে উচ্চ পদান্বিত হইয়। পবিত্র আত্মার বিষয়ে পিতা যে অঙ্গী- , কার করিয়াছিলেন, তাহার ফল পাইয়। যাহা সম্প্রতি ৩৪ দেখিতেছ এবং শুনিতেছ, তাহ। বর্ষণ করিলেন । আর দায়ুদ স্বর্গারোহণ করে নাই, কিন্তু আপনি এই কথা কহিল, “পরমেশ্বর আমার প্রভুকে কহিলেন, আমি ৩৫ “যাবৎ তোমার শর্তুগণকে তোমার পাদপীঠ না করি, ৩৬ “তাবৎ তুমি আমার দক্ষিণে বৈস ।” অতএব যে যীশুকে তোমরা ক্রুশে হত করিয়াছ, পরমেশ্বর যে র্তাহাকে প্রভুর ও অভিষিক্ত ত্রাতার পদে নিযুক্ত করিয়াছেন, ইহা ইস্রায়েল লোকদের স্থির জ্ঞান হউক । ৩৭ এ প্রকার কথা শুনিয়া তাহাদের হৃদয় বিদীর্ণ হওয়াতে তাহারা পিতরকে এবং অন্য প্রেরিতদিগকে ক৩৮ হিতে লাগিল, হে ভ্রাতৃগণ, আমরা কি করিব ? তাহতে পিতর উত্তর করিল, তোমরা প্রত্যেক জন আপন২ মন ফিরাও, এবং পাপমোচনের নিমিত্তে যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজিত হও ; তাহা হইলে পবিত্র আত্মাৰূপ 371,