পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ। [৪ অধ্যায়। "לף סא শাস্তি দিবার কোন উপায় না পাওয়াতে তাহারা পুনবৰ্বার তর্জন করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিল । যে ২২ মনুষ্যের স্বাস্থ্য করণকপ এই আশ্চৰ্য্য কৰ্ম্ম করা গিয়াছিল, তাহার বয়ঃক্রম চল্লিশ বৎসর উত্তীর্ণ হইয়াছিল । পরে তাহারা বিদায় পাইয় আপন সঙ্গিদের নিকটে ২৩ গিয়া প্রধান যাজকগণের ও প্রাচীন লোকদের উক্ত সমস্ত কথা জানাইল । তাহণ শুনিয়া সকলে একচিত্ত ২৪ হইয়। ঈশ্বরের উদ্দেশে উচ্চৈঃস্বরে এই প্রার্থনা করিতে লাগিল; হে প্রভো, আকাশ ও পৃথিবী ও সমুদ্র এবং তন্মধ্যস্থ বস্তু সকলেরই সৃষ্টিকৰ্ত্ত ঈশ্বর তুমি ; তুমি ২৫ নিজ সেবক দায়ুদের দ্বারা এই কথা কছিয়াছ, যথা, “ তান্যদেশীয়েরা কেন কলহ করে ? ও লোকের কেন ** অনর্থক চিন্তা করে ? পরমেশ্বরের ও র্তাহার অভিষিক্ত ২৬ “ব্যক্তির বিপরীতে ভূপতির দণ্ডায়মান হয়, ও রাজার “ পরস্পর পরামর্শ করে ।” ফলতঃ তোমার হস্তের ও ২৭ মন্ত্রণাদ্বারা পূর্বে যাহ২ স্থির করা গিয়াছিল, তাহ যেন সিদ্ধ হয়, এই জন্যে যাহাকে তুমি অভিষিক্ত ক- ২৮ রিয়াছ, এমন যে তোমার পবিত্র পুত্র যীশু, তাহার প্রতিকুলে হেরোদ এবং পন্তিয় পীলাত ও অন্যদেশীয় লোক এবং ইসায়েল লোক, ইহারা সকলে সভাস্থ হইল । হে পরমেশ্বর এখন তাহাদের তর্জন গর্জন ২৯ শ্রবণ কর ; এবং তোমার বাহুবল প্রকাশ করণ পূর্বক No o তোমার পবিত্র পুত্র যীশুর নামেতে আশ্চৰ্য্য ক্রিয় ও অসম্ভব কৰ্ম্ম করিতে ক্ষমতা দিয়া তোমার সেবকদিগকে নিৰ্ভয়ে তোমার বাক্য প্রচার করিতে দেও ! এই ৰূপে প্রার্থনা করণেতে যে স্থানে তাহারা স ভাস্থ ৩১ ছিল, ঐ স্থান কঁাপিতে লাগিল ; এবং সকলে পবিত্র 378