পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] প্রেরিতদের ক্রিয়ার বিবরণ। NOb-> ১১ বর দিল । তাহাতে মণ্ডলীর তাবৎ লোক এবং অন্যান্য লোক এই কথা শুনিলে সকলেরই বড় ভয় জন্মিল । ১২ পরে প্রেরিতদের হস্তদ্বারা লোকদের মধ্যে অনেক২ আশ্চৰ্য্য ও অদ্ভুত কৰ্ম্ম করা গেল ; তখন শিষ্যেরা সকলেই একচিত্ত হইয়া সুলেমানের বারাণ্ডাতে একত্র २७ इशैल 1 उांशटलङ्ग मजडूङ इशैण्ड अना कोझोद्भ७ गाइन হইল না, কিন্তু লোকের তাহাদিগকে সমাদর করিল। ১৪ আর স্ত্রী পুরুষ অনেক ২ লোক প্রভুতে বিশ্বাস ক১৫ রিয়া মণ্ডলীভুক্ত হইল । এবং পিতরের যাতায়াতে কোন ক্রমে তাহার ছায়া কোন জনে লাগে, এই আশয়েতে লোকের পীড়িতদিগকে ডুলীতে ও খট্টাতে ১৬ লইয়। পথে২ রাখিতে লাগিল । এবং চতুর্দিকস্থ নগরহইতে অনেক লোক একত্র হইয়া পীড়িত ও অপবিত্র ভূতগ্রস্ত প্রভৃতি রোগিদিগকে যিৰশালমে আনিলে সকলকেই সুস্থ করা গেল । ১৭ পরে মহাযাজক এবং তাহার সহচর সিদুকিদের ম১৮ তাবলম্বী সকল মহাক্রোধান্বিত হইয়া প্রেরিতদিগকে ধরিয়া ইতর লোকদের কারাগারে বদ্ধ করিয়া রাখিল । ১৯ কিন্তু রাত্রিকালে পরমেশ্বরের দৃত ঐ কারাগারের দ্বার খুলিয়। তাহাদিগকে বাহিরে আনিয়া কহিল, তোমরা গিয়া মন্দিরে দণ্ডায়মান হইয়। লোকদের প্রতি এই ২০ জীবনদায়ক তাবৎ কথা প্রচার কর । ইহা শুনিয়া তাহারা প্রত্যুষে মন্দিরে উপস্থিত হইয়া উপদেশ দিতে ২ ১ লাগিল । ইতিমধ্যে সহচরগণের সহিত মহাযাজক আসিয়া মন্ত্রিগণকে এবং ইসায়েল বংশের প্রাচীনগণকে সভাস্থ করিয়া কারাগারহইতে তাহাদিগকে আনাইবার 381