পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যtয় ।] প্রেরিতদের ক্রিয়ীর বিবরণ । NObrい○ ৩২ অপেন দক্ষিণ পাশ্বে র্তাহার উন্নতি করিয়াছেন । এতদ্বিষয়ে আমরাও র্ত হার সাক্ষী অাছি, তাহ কেবল নয়, ঈশ্বর অণভাবহদিগকে যে পবিত্র আত্মা দিয়াছেন, তিনিও সাক্ষী আছেন । ৩৩ এ কথা শুনিলে তাহদের হৃদয় বিদ্ধ হইল, এবং তহারা তাহাদিগকে বধ করিতে মন্ত্রণা করিতে লাগিল । ৩৪ ইতোমধ্যে সকল লোকের মধ্যে সুখ্যাত গমিলীয়েল নামে এক জন ব্যবস্থাপক ফিৰূশি লোক সভাতে দীড়াইয়া প্রেরিতদিগকে ক্ষণের নিমিত্তে স্থানান্তর যাই৩৫ তে আজ্ঞা দিয়া কহিতে লাগিল, হে ইসায়েল বংশীয় সকল, তোমরা এই মনুষ্যদের প্রতি যাহা করি৩৬ তে উদ্যত আছ, তাহাতে সাবধান হও । ইহার পূর্বে খুদ নামে এক জন উপস্থিত হইয় আপনাকে কোন মহাপুরুষ বলিলে প্রায় চারি শত লোক তাহার মতাবলম্বী হইল ; পরে সে হত হইল, ও তাহার আজ্ঞাবহ যত ছিল, সকলেই ছিন্নভিন্ন হইয়া অকৃতকাৰ্য্য হইল । ৩৭ ঐ ব্যক্তির পর নাম লিখিয়া দিবার সময়ে গণলীলীয় যিহুদ নামে এক জন উপস্থিত হইয়া অনেক লোককে আপন মতেতে লওয়াইল ; তাহাতে সেও বিনষ্ট হইল, এবং তাহার আজ্ঞাবহ যত ছিল, সকলে ছিন্নভিন্ন হ৩৮ ইয়। গেল । অতএব এখন বলি, তোমরা এই মনুষ্যদের প্রতি কিছু না করিয়া ক্ষান্ত হও ; কেননা এই পরামর্শ এবং এই কৰ্ম্ম যদি মনুষ্যহইতে হইয়া থাকে, তবে ৩৯ বিফল হইয়। যাইবে ; কিন্তু যদি ঈশ্বরহইতে হইয়া থাকে, তবে তাহার অন্যথা করিতে পারিব না, বরঞ্চ ঈ৪ - শ্বরের প্রতি বিরোধী হইয়া উঠিব৷ ৷ তখন তাহার প রামর্শ স্বীকার করিয়া তাহার প্রেরিতদিগকে ডাকিয়া 383