পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ケbア প্রেরিতদের ক্রিয়ার বিবরণ । [৭ অধ্যায়। হইয়া বহুসংখ্যক হইতে লাগিল । অবশেষে যুষফকে ১৮ চিনে না, এমন আর এক রাজা উপস্থিত হইয়া আ- ১৯ মাদের জ্ঞাতিবর্গের সহিত ধূৰ্ত্ততা করিয়া পূৰ্ব্বপুরুষদের প্রতি কুব্যবহার পূর্বক তাহদের বংশ লোপ করণের আশয়েতে তাহদের নব ২ জাত শিশুদিগকে বাহিরে ফেলিয়া দিল । এমন সময়ে মূসা জন্মিল ; সে পরম ২ • সুন্দর হইল, এবং পিতৃগৃহে তিন মাস পর্যন্ত পালিত ছিল । কিন্তু বাহিরে নিক্ষিপ্ত হইলে পর ফিরোণের ২১ কন্যা তাহাকে তুলিয়া লইয়৷ পোষ্যপুত্ৰ করিয়া প্রতিপালন করিল। তাহাতে ঐ মূস। মিসরদেশীয় সমস্ত ২২ বিদ্যাতে পারদর্শী হইয়া বাক্যে ও ক্রিয়াতে ক্ষমতাপন্ন হইয়। উঠিল । অপর সম্পূর্ণ চল্লিশ বৎসর বয়ঃপ্রাপ্ত ২৩ হইলে পর ইসায়েল বংশীয় আপন ভ্রাতৃগণের সহিত o সাক্ষাৎ করিতে মনস্থ করিল । পরে তাহীদের এক ২ ৪ জনকে হিংসিত দেখিয়া তাহার সপক্ষ হইয়। হিংসিত ব্যক্তির উপকার করিয়া মিলীয় ব্যক্তিকে বধ করিল। তাহার হস্তদ্বারা ঈশ্বর তাহাদিগকে উদ্ধার করিবেন, তা- ২৫ হার ভ্রাতৃগণ ইহা বুঝিবে, সে এই মত অনুমান করিল ; কিন্তু তাহারা বুঝিল না। তাহার পরদিনে তা- ২৬ হাদের দুই জনের বিবাদ উপস্থিত হইলে মূসা নিকটে গিয়া তাহদের মিলন করিতে মনস্থ করিয়া কছিল, হে মহাশয়েরী, তোমরা ভ্রাতৃগণ, পরস্পর অন্যায় কর কেন ? তাহাতে প্রতিবাসির প্রতি অন্যায় ক- ২৭ রিয়াছিল যে ব্যক্তি, সে তাহাকে দূর করিয়া কহিল, কে তোমাকে আমাদের উপরে রাজা ও বিচারকর্তা করিয়া নিযুক্ত করিয়াছে ? কল্য যেমন মিস্ত্রীয় লোক- ২৮ কে বধ করিল, তদ্রুপ কি আমাকেও বধ করিতে চাহ ? 388